সুমি রায়, কলকাতা: ২০২৫ সালের আইপিএল শুরু হতে আর বেশিদিন নেই। আর এই IPL খেলা ক্রিকেটপ্রেমীদের একটি দুর্দান্ত বিনোদন বলা যেতেই পারে, শুধু বিনোদন নয়, এই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীদের আবেগ ও ভালোবাসা। যে যতই ব্যস্ত থাকুক না কেন সবাই চাকরি থেকে ফিরে বা পড়াশোনার ফাঁকে আইপিএল দেখার অপেক্ষায় থাকে। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ। তবে এবারের আইপিএলে বড় আকর্ষণ থাকছে যে ২০২৫ সালের আইপিএল চ্যাম্পিয়নরা কত টাকা করে পাবে?
IPL 2025
আইপিএল খেলা চলবে দু মাস ধরে। এই খেলার আর দিন নেই তাই ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। এখন শুধু তাদের মাঠে নামার অপেক্ষা। গত বছরে আইপিএল খেলায় চ্যাম্পিয়নস হয়েছিল কলকাতার নাইট রাইডার্স। এবারও শাহরুখ খানের দলের দিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে এবার এই আইপিএল ২০২৫ পুরস্কার মূল্য কত? তা নিয়েই কিন্তু প্রত্যেকেরই একটা আকর্ষণ রয়েছে।
খেলোয়াড়রা কত টাকা করে পাবে?
এখনো পর্যন্ত সরকারিভাবে আইপিএল পুরস্কার নিয়ে কোন অফিসিয়াল তথ্য প্রকাশ হয়নি। যদি এবছর বিসিসিআই পুরস্কার মূল্য না বাড়ায় তাহলে গতবারের মতোই কিন্তু তাদের পুরস্কার একই থাকবে। 2025 সালে BCCI কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই দিকেই চোখ রয়েছে সবার। তবে এক নজর দেখে নেয়া যাক ২০২৫-র চ্যাম্পিয়ন ও রানার্স দল কত টাকা করে হাতে পেতে পারে।
- চ্যাম্পিয়ন দল – ২০ কোটি টাকা।
- রানার্স দল – ১২ কোটি ৫০ লক্ষ টাকা।
- অরেঞ্জ ক্যাপ – ১০ লক্ষ টাকা।
- পার্পল ক্যাপ – ১০ লক্ষ টাকা।
- টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার – ১০ লক্ষ টাকা।
- ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লক্ষ টাকা।
- স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট – ১০ লক্ষ টাকা।
- টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা – ১০ লক্ষ টাকা।
- টুর্নামেন্টের সব থেকে বেশি চার – ১০ লক্ষ টাকা।
- টুর্নামেন্টের সেরা ক্যাচ – ১০ লক্ষ টাকা।
- ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – ১০ লক্ষ টাকা।
- টুর্নামেন্টের সেরা ক্রিকেটার – ১০ লক্ষ টাকা।
- সেরা মাঠ ও পিচ – ৫০ লক্ষ টাকা।
- ফাইনালে ম্যাচের সেরা – ৫ লক্ষ টাকা।
প্রতি ম্যাচে কত টাকা পুরস্কার মূল্য পান ক্রিকেটাররা?
- স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ – ১ লক্ষ টাকা।
- ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ – ১ লক্ষ টাকা।
- সব থেকে বেশি ছক্কা – ১ লক্ষ টাকা।
- সব থেকে বেশি চার – ১ লক্ষ টাকা।
- সব থেকে বেশি ডট বল – ১ লক্ষ টাকা।
- প্লেয়ার অফ দ্য ম্যাচ – ১ লক্ষ টাকা।