সম্প্রতি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে কিন্তু প্রার্থীরা আবেদন জানাতে পারবে অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম
সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Constable (Tailor and Cobbler) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ সংখ্যা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ৫১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে কনস্টেবল (Tailor ) পদে ১৮ (পুরুষের- ১৬ টি এবং মহিলা- ২ টি) টি শুন্য পদ রয়েছে এবং কনস্টেবল (Cobbler) পদের ক্ষেত্রে ৩৩ (পুরুষ- ২৮ টি এবং মহিলা- ৫ টি) টি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা
আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে। রিজার্ভ ক্যাটেগরি প্রার্থীদের ক্ষেত্রে গভর্মেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ডের তরফ থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সঙ্গে ITI ডিপ্লোমা ডিগ্রী করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
বেতন
এক্ষেত্রে বেতন হিসেবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে চাকরিপ্রার্থীরা প্রতিমাসে বেতন পাবে। এছাড়া সঙ্গে বিভিন্ন রকম অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের সবার প্রথমে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, তারপর লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট তারপর মেরিট লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এক্ষেত্রে আবেদন শুরুর তারিখ হল ২০/৭/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১৮/৮/২০২৪।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ! শূন্য পদ ২৪২৪ টি
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Link খুঁজে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপর লগইন আইডি দিয়ে লগইন করার পর আবেদন পত্রটি সম্পন্ন তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসের ফটোকপি আপলোড করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।