IPL 2025 শুরুর আগেই বড় ধাক্কা KKR-কে! ২৩ কোটির ব্যাটারের পায়ে চোট

Published on:

Venkatesh Iyer

সুমি রায়, কলকাতা: এবারে IPL-এর আগে বড় ধাক্কা খেলো Kolkata Knight Riders (KKR)। সম্প্রতি রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে গোড়ালি মুচকে গিয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। যার কারনে চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। গোড়ালিতে আঘাত পাওয়ার পর যন্ত্রণায় মাঠ ছাড়তে হয়েছে তাকে। KKR-এর ধাক্কা খাওয়ার মূল বিষয় হলো ভেঙ্কটেশ আইয়ার। আসলে এবারের নিলামে এই খেলোয়াড়কে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে KKR। তিনিই যদি খেলতে না পারে তাহলে বিরাট ধাক্কা খাবে গতবারের IPL চ্যাম্পিয়নরা।

ঠিক কি হয়েছিল?

আসলে সম্পত্তি রঞ্জিতে মধ্যপ্রদেশ বনাম কেরল ম্যাচে খেলতে গিয়েছিলেন এই ক্রিকেটার। সেখানে একটি ঘটনা ঘটে যায়, মধ্যপ্রদেশের ৪ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ। তৃতীয় বলেই তার ডান পায়ের গোড়ালি মচকে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাঠে পড়ে যান এবং দেখে বোঝা যাচ্ছিল প্রবল যন্ত্রণা হচ্ছিলো তার। তারপরে সেখানেই পায়ের চোট পরীক্ষা করতে আসেন ফিজিও তারপর তাকে মাঠ ছাড়তে হয়।

সাজঘরে বেশ কিছুক্ষণ চিকিৎসা করা হয় সেই খেলোয়াড়ের, তারপর দেখা যায় যে তার একটি পায়ে প্যাড করে বসে রয়েছেন তিনি। তবে তার ডান পাটি চেয়ারের উপর রাখা ছিল, পরে অবশ্য আবার খেলতে নামেন তিনি। ৮০ বলে ৪২ রান করেন কিন্তু হাঁটার সময় বোঝা যাচ্ছিল পায়ের ব্যথা হচ্ছে তার।

ভেঙ্কটেশ এর ২০২৪ সাল খুব ভালো গিয়েছে, কারণ ঘরোয়া ক্রিকেটে ১৫ টি ম্যাচে ৩৭০ রান করেছেন তিনি। এবং এই মৌসুমে IPL এর খেলাতে ভেঙ্কটেশ খেলোয়াড়ের উপরই ভরসা রেখেছিল KKR। তার সম্পর্কে অধিনায়ক হিসেবেও জল্পনা শুরু হয়েছিল কিন্তু তার মাঝেই চোট পেয়েছেন তিনি।

তবে এই ঘটনা নতুন নয়, কলকাতা এবার নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার আনরিখ নর্কিয়া কেউ কিনেছিলেন, তিনিও চোটের কবলে পড়েছিলেন। এবার চোটের কবলে পড়ল ভেঙ্কটেশ। তিনি যদি আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েন তবে বড় সমস্যায় পড়তে হতে পারে KKR কে।। যদিও হাতে আরও এক মাসের বেশি সময় রয়েছে, ফলে দুই ক্রিকেটার দ্রুত চোট কমিয়ে সুস্থ হয়ে ফিরে বলে মনে করছে সমর্থকরা।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।