যে সমস্ত চাকরিপ্রার্থীরা বিমানবন্দরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। সম্প্রতি ভারতীয় বিমানবন্দরের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে গেলে যোগ্যতা কি হতে হবে কি কি ক্রাইটেরিয়া মানতে হবে এ সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই আমাদের এ প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।
সুচিপত্র
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে এয়ারপোর্টে Apprentice নিয়োগ করা হবে। যেখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩৫ টি। Apprentice এর বিভিন্ন পদ অনুযায়ী শূন্য পদ সংখ্যা নীচে দেওয়া হল।
পদের নাম | শূন্য পদ সংখ্যা |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং (সিভিল) | ৬ টি |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং (সিভিল) | ৮ টি |
ট্রেড অ্যাপ্রেন্টিস (ITI) ইঞ্জিনিয়ারিং সিভিল | ২ টি |
গ্রাজুয়েট Apprentice ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল | ৫ টি |
ডিপ্লোমা Apprentice ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল | ৬ টি |
গ্রাজুয়েট Apprentice (ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন) | ১ টি |
ডিপ্লোমা Apprentice (ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন) | ২ টি |
ট্রেড Apprentice (ITI) (ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্স) | ১ টি |
ট্রেড Apprentice (ITI) কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) | ৪ টি |
আবেদনকারীর বয়সসীমা
প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হিসাব করতে হবে ৩১/১২/২০২৪ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে প্রার্থীদের। যার মধ্যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিক পদের ক্ষেত্রে প্রার্থীদের AICTE, GOI স্বীকৃত উল্লেখিত কোর্স বা তার সমতুল্য ষ্ট্রিম নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে। ডিপ্লোমা Apprentice পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের উল্লিখিত বিষয় নিয়ে অন্তত তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। ITI ট্রেড Apprentice পদে আবেদনকারী প্রার্থীদের ট্রেড / স্পেশালাইজেশন / ডিসিপ্লিন ইত্যাদি বিষয়ের ওপর ITI ডিগ্রি করা থাকতে হবে। এবং প্রার্থীর অবশ্যই ITI NCVT শংসাপত্র থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের নম্বরের উপর ভিত্তি করে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউ এর ফলাফলের উপর নির্ভর করেই সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
এক্ষেত্রে সমস্ত প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যদি প্রার্থী যোগ্য হয়ে থাকে তাহলে তারা এপ্লাই লিংক খুঁজে সেখানে ক্লিক করে নিজেদের আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে পারবে। এক্ষেত্রে কিন্তু প্রার্থীদের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যা নীচে দেওয়া হল-
- Graduate/Diploma Apprentice এর প্রার্থীরা www.nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে।
- ITI Trade Apprentice এর প্রার্থীরা www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে।
- এক্ষেত্রে কিন্তু আবেদনকারী প্রার্থীদের ডিগ্রি ডিপ্লোমা অথবা আইটিআই পাস ২০২২ এর মধ্যে অথবা ২০২২ এর পরে হতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
Official Notification | Download |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।