ফের ভারতে আসছেন মেসি! কবে এবং কোথায় দেখা যাবে তাঁর বাঁ-পায়ের জাদু? জানুন বিস্তারিত

Published on:

Messi visited india

সুমি রায়, কলকাতা: আবারো ভারতের সমস্ত ফুটবলপ্রেমী দের জন্য রয়েছে সুখবর। দ্বিতীয়বারের জন্য ভারতের মাটিতে পা রাখতে চলেছে সকলের প্রিয় বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি একা নন সঙ্গে আসছে আর্জেন্টিনা দল। অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে ভারতে আসতে চলেছে মেসি তবে এবার সিলমোহর পড়লো তাতে।

কবে এবং কোথায় আসবেন মেসি?

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে আট দিনের জন্য ভারতে আসতে চলেছে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দল। তারা ভারতে আসতে চলেছে অক্টোবর মাসে। আসলে চলতি বছরের ২৫ অক্টোবর কোচিতে পা রাখবেন তারা। থাকবেন ২ নভেম্বর পর্যন্ত। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে ভারতের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। তবে বিপক্ষে কোন দল থাকবে এটা এখনো ঠিক করা হয়নি। তবে জানা গেছে কেরালাতে থাকবেন মেসি। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান একটি বিবৃতিতে বলেন এক সপ্তাহের জন্য কেরালাতে ২৫ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত থাকবেন মেসি। এছাড়া তিনি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করা ছাড়াও জনগণের জন্য একটি মঞ্চে মোটামুটি ২০ মিনিটের জন্য তিনি থাকবেন। তবে মেসি ভারতে আসছে শুনে ফুটবলপ্রেমীরা খুবই আনন্দিত।

এর আগে এসেছিলেন কলকাতায়

২০১১ সালে প্রথম বারের জন্য ভারতে এসেছিলেন মেসি। কলকাতায় আর্জেন্টিনা দল একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার এর বিরুদ্ধে। তবে তখন সেই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন প্রায় 70 হাজার দর্শক। তবে ওই ম্যাচে আর্জেন্টিনা দল মেসি ছাড়াও অনেক কেউ নামিয়ে ছিল যেমন ডি মারিয়া, হিগুয়েন সহ একাধিক তারকা।

তবে এবার মেসি এলেও বিশ্বকাপ জয়ী দলের বাকি ফুটবলাররা আসবেন কিনা তার নিশ্চিত নয়। আসলে ফিফার ক্রীড়া সূচি অনুযায়ী ওই সময় ইন্টারন্যাশনাল ব্রেক না থাকার কারণে যথাসম্ভব ইউরোপের বড় দলগুলো, প্রীতি ম্যাচের জন্য তারকা ফুটবলারদের ছাড়বে না এটাই মনে করা হচ্ছে। তবে সেটা কোন ব্যাপার নয় মেসি আসছে শুনে উৎসাহের কমতি নেই একদমই। আশা করা যাচ্ছে আগের বাড়ি থেকে এবারেও মেসিকে এক ঝলক দেখার জন্য ভক্তরা অবশ্যই ভিড় জমাবে মাঠে। কারণ মেসি ভারতীয় না হলেও সমস্ত ফুটবলার প্রেমিদের কাছে প্রিয়।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।