Mudra Loan: মুদ্রা যোজনায় দিচ্ছে ২০ লাখ পর্যন্ত ঋণ, গ্যারান্টি কেন্দ্রের, জানুন বিস্তারিত

By Sumi Roy

Updated on:

Mudra Loan

Mudra Loan: সামনের লোকসভা নির্বাচনের আগে মুদ্রা যোজনা নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে কেন্দ্রের শাসক দল প্রতিশ্রুতি হিসেবে বলেছে যে ফের একবার যদি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী তাহলে নাকি মুদ্রা যোজনা এবার কুড়ি লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আজকে আমরা এই প্রতিবেদনে এই ঋণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। কিভাবে ঋণ পাওয়া যাবে? কারা কারা পাবে? এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

মুদ্রা যোজনার উদ্দেশ্য

আসলে অনেক মানুষ রয়েছে যাদের কাছে ব্যবসার করার বুদ্ধি থাকার পরেও তারা টাকা অথবা পুঁজি না থাকার জন্য তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। ব্যবসা করে আর্থিকভাবে সক্ষম হওয়ার আকাঙ্ক্ষা যাদের রয়েছে তাদের জন্যই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার। যাতে সাধারণ মানুষ লোনের সাহায্য নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারে। একটি সমীক্ষা অনুসারে দেখা গেছে যে দেশে প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ ক্ষুদ্র শিল্প রয়েছে এবং এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে প্রায় ১২ কোটি মানুষ যুক্ত রয়েছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষই কাজ জানা সত্ত্বেও নিজেদের ব্যবসা খুলতে পারে না শুধুমাত্র অর্থের জন্য। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছে যাতে সে সমস্ত মানুষরা ঋণ নিয়ে নিজেদের ব্যবসা করতে এবং আরও উন্নতি করতে পারে।

আরও পড়ুন: Silai Machine Yojana: মহিলারাও পাবে বিনামূল্যে সেলাই মেশিন

মুদ্রা যোজনায় কত টাকার ঋণ মেলে?

এই মুদ্রা যোজনার আওতায় মোট তিনটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে হচ্ছে শিশু, কিশোর, এবং তরুণ। তরুণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু ১০ লাখ পর্যন্ত ঋণ পাওয়া যায় বা যাবে। এছাড়া কিশোর প্রকল্পের ক্ষেত্রে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। আর শিশু প্রকল্পের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ৫০ হাজার টাকা লোন পাওয়া যায়। কেউ যদি ব্যক্তিগত কারণে লোন নিতে চায় তাহলে কিন্তু তারা এই প্রকল্পের ঋণ পাবেন না।

কারা কারা পাবে এই ঋণ?

  • যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে পারেন।
  • এই ঋণ পাওয়ার যোগ্য শুধুমাত্র ১৮ বছর বয়স থেকে ৬৫ বছরের বয়সী মানুষরা।
  • এক্ষেত্রে কোন ব্যক্তি যদি আগে থেকে লোন নিয়ে লোন যদি শোধ করতে না পারে বা শোধ না করে তাহলে কিন্তু তাদেরকে এই ঋণ দেওয়া হবে না।
  • এক্ষেত্রে কিন্তু মুদ্রা লোনের পঞ্চাশ হাজার টাকার ক্ষেত্রে কোন প্রসেসিং ফি লাগে না তবে তার বেশি টাকার ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু 0.50 শতাংশ হারে এই প্রসেসিং ফি লাগে।
  • যদি কিশোর বা তরুণ মুদ্রা যোজনাতে ঋণ নেওয়া হয় বা ঋণ নেয় সে ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসা এবং আবেদনকারী যে ব্যক্তিগত লেনদেন রয়েছে সেই লেনদেনের নথি ব্যাংকে দিতে হবে এবং গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং আপনার ব্যবসার আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে।
  • সমস্ত ব্যাঙ্ক এর শাখা থেকেই ঋণ পেতে পারেন আবেদনকারীরা।
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।