Nabanna Scholarship 2024: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা নির্মিত আর একটি উল্লেখযোগ্য স্কিম হল নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপ টি মূলত দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের ১০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করলাম আপনারা পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।
নবান্ন স্কলারশিপের উদ্দেশ্য
নবান্ন স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মেধাবী কিন্তু তাদের আর্থিক অবস্থার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারে না মূলত তাদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই স্কলারশিপ এর মাধ্যমে রাজ্যের স্বীকৃত স্কুল থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর/বি টেক/এমবিবিএস এর মতন বিভিন্ন কোর্সগুলিতে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা সরকার থেকে আর্থিক সহায়তা পায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার্যালয় দ্বারা পরিচালিত এই স্কলারশিপটির লক্ষ হল শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা এবং রাজ্যের শিক্ষাহার বৃদ্ধি করা।
কারা কারা পাবে Nabanna Scholarship
নবান্ন স্কলারশিপের সুবিধা পেতে গেলে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের যে কোন স্বীকৃতি স্কুল থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা কমপক্ষে ৫০% নম্বর বা তার নাম বেশি নম্বর পেতে হবে। এছাড়াও যে কোন ডিপ্লোমা/বি টেক/এমবিবিএস/নার্সিং/ফার্মেসি/ প্রভৃতির মত কোর্সগুলিতে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পেতে পারে। এক্ষেত্রে যারা মাধ্যমিকের ৫০ শতাংশের ওপর এবং ৬০ শতাংশের নীচে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশের উপর এবং ৬০% এর নীচে এবং গ্যাজুয়েশনে ৫০ শতাংশের ওপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর পেয়েছে তারাই কিন্তু শুধুমাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও আবেদনকারীদের বাৎসরিক আয় ১২০০০০ টাকার কম হতে হবে। এক্ষেত্রে কিন্তু যে সকল ছাত্র-ছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোন সরকারি স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে না।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 PDF
প্রয়োজনীয় ডকুমেন্টস
নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে আবেদনকারীদের বেশ কয়েকটি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।
- আবেদানকারীর বসবাসের প্রমাণপত্র।
- আয়ের শংসাপত্র।
- বিগত পরীক্ষার মার্কশিট।
- মাধ্যমিকের এডমিট কার্ড, বর্তমান কোর্সের ভর্তির রশিদ।
- এমপি অথবা বিধায়কের সুপারিশ।
- বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
- ব্যাংক পাসবইয়ের জেরক্স।
Nabanna Scholarship 2024 আবেদন পদ্ধতি
স্কলারশিপ এর জন্য ছাত্র-ছাত্রীদের আগে অফলাইনে আবেদন করতে হতো কিন্তু এখন থেকে আবেদনকারীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে তাদের আবেদন জমা করতে পারবে।
- এক্ষেত্রে আয়োজনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে নবান্ন স্কলারশিপের পোর্টালে যেতে হবে, তা হল www.cmrf.wb.gov.in.
- তারপর Application for Financial Assistant For Education অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সমস্ত নির্দেশিকা বলি সাবধানে পড়তে হবে এবং তা অনুসরণ করে তারপর I agree তে ক্লিক করতে হবে।
- তারপর লগইন আইডি দিয়ে লগইন করতে হবে।
- তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- তারপর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে সঠিক সাইজ মতো আপলোড করতে হবে।
- তারপর সম্পূর্ণ আবেদন পদ্ধতি ভালো করে যাচাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- সাবমিট বদনে ক্লিক করার পর একটি রেফারেন্স আইডি পাবে এটি নোট করে নাও তাড়াতাড়ি তারপর আবেদন ফর্ম পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিবে।
এই স্কলারশিপ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে আমাদের এই প্রতিবেদনের নীচে দেওয়া Toll-Free Number থেকে ফোন করে আপনারা সমস্ত তথ্য জেনে নিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট | www.cmrf.wb.gov.in |
Toll-Free Number | 033 2253 5335 |
Email ID | [email protected] |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।