NVS Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য সুখর। অনেকগুলি শূন্যপদে হবে প্রার্থী নিয়োগ। নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) ১৫ মার্চ ২০২৪-এ বিভিন্ন অশিক্ষক পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে। আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
সুচিপত্র
নিয়োগ সংস্থা | Navodaya Vidyalaya Samiti (NVS) |
পোস্টের নাম | Various Non-Teaching Positions |
শূন্যপদ | ১৩৭৭ |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৪.২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | navodaya.gov.in |
NVS নন-টিচিং পদে নিয়োগ (NVS Recruitment 2024)
নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) এর পক্ষ থেকে নন-টিচিং পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩৭৭ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। NVS নন-টিচিং বিভিন্ন পদের বিজ্ঞপ্তি NVS navodaya.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি বিজ্ঞপ্তি পড়বেন বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।
পদের নাম (Post Name)
নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে নন-টিচিং পদে নতুন করে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন। এনভিএস (NVS) নন-টিচিং পদের মধ্যে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ), স্টেনোগ্রাফার, স্টাফ নার্স, এএসও, অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, মেস হেল্পার, মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) ইত্যাদি।
শূন্যপদ (Vacancy)
নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ হবার সে বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩৭৭ টি শুন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। কোন পদে কতগুলি শুন্য পদ রয়েছে নীচে দেওয়া হল।
- মহিলা স্টাফ নার্স – ১২১
- সহকারী সেকশন অফিসার (ASO) – ৫
- অডিট অ্যাসিস্ট্যান্ট – ১২
- জুনিয়র অনুবাদ অফিসার – ৪
- আইন সহকারী – ১
- স্টেনোগ্রাফার – ২৩
- কম্পিউটার অপারেটর – ২
- ক্যাটারিং সুপারভাইজার – ৭৮
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) – ৩৮১
- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – ১২৮
- ল্যাব এটেনডেন্ট – ১৬১
- মেস হেল্পার – ৪৪২
- মাল্টি টাস্কিং স্টাফ (MTS) – ১৯
আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ, একাধিক শূন্যপদে আবেদন করুন শীঘ্রই
বয়স সীমা (Age Limit)
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু এখানে অনেকগুলি পদে প্রার্থী নিয়োগ হবে সে ক্ষেত্রে আলাদা আলাদা পদে আলাদা আলাদা করে বয়স সীমা ধার্য করা রয়েছে। কোন পদে আবেদন করতে গেলে পার্থীদের বয়স কত হতে হবে নীচে দেওয়া হল, এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
- মহিলা স্টাফ নার্স – সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
- সহকারী সেকশন অফিসার (ASO) – ২৩ থেকে ৩৩ বছরের মধ্যে।
- অডিট অ্যাসিস্ট্যান্ট – ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
- জুনিয়র অনুবাদ অফিসার – সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- আইন সহকারী – ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।
- স্টেনোগ্রাফার – ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
- কম্পিউটার অপারেটর – ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
- ক্যাটারিং সুপারভাইজার – সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) – ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
- ল্যাব এটেনডেন্ট – ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
- মেস হেল্পার – ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
- মাল্টি টাস্কিং স্টাফ (MTS) – ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
আবেদন মূল্য (Application fee)
মহিলা স্টাফ নার্স পদের ক্ষেত্রে General/EWS/OBC (NCL ) প্রার্থীদের ফি দিতে হবে ₹১৫০০/- এবং SC/ST/PwBD প্রার্থীদের ফি ₹৫০০/- দিতে হবে।
মহিলা স্টাফ নার্স পদ বাদে অন্যান্ন পদের ক্ষেত্রে General/EWS/OBC (NCL) প্রার্থীদের ফি দিতে হবে ₹১০০০/- এবং SC/ST/PwBD প্রার্থীদের ফি ₹৫০০/- দিতে হবে। আবেদন মূল্য অনলাইন এর মাধ্যমে দিতে হবে।
বেতন (Salary)
আপনি যদি এখানে আবেদন করে চাকরি পান, তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে আপনার বেতন হবে ১৯৯০০ থেকে ১৪২৪০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু এখানে অনেকগুলি পদে প্রার্থী নিয়োগ হবে সে ক্ষেত্রে আলাদা আলাদা পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ধার্য করা রয়েছে। আবেদনকারীদের এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 10th Pass/12th Pass/ Graduate/B.Sc Nursing/ LLB/ ইত্যাদি পাশ করা থাকতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারেন।
কিভাবে আবেদন করতে হবে?
- এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার আগে navodaya.gov.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
- সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
- তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
- সময়ের মধ্যে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
- নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন: SEBI গ্রেড A অফিসার পদে নিয়োগ, একাধিক শূন্যপদে আবেদন করুন শীঘ্রই
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২২.০৩.২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৪.২০২৪ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আবেদন লিঙ্ক | Apply Link 1| Link 2 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions)
প্রশ্ন.1 NVS নন-টিচিং পদে নিয়োগ প্রক্রিয়া কতটি শূন্য পদ রয়েছে?
উত্তর. NVS নন-টিচিং পদে নিয়োগ প্রক্রিয়ায় ১৩৭৭ টি শূন্যপদ রয়েছে।
প্রশ্ন.2 NVS নন-টিচিং পদে নিয়োগ প্রক্রিয়া আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর. আবেদনের শেষ তারিখ ৩০.০৪.২০২৪।
প্রশ্ন.3 NVS নন-টিচিং পদে নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা কত হতে হবে?
উত্তর. প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।