এবারে যোগশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে OBC ও General ক্যাটাগরি ছাত্রছাত্রীদের। এতদিন এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র SC ও ST ক্যাটাগরির পড়ুয়াদের পড়ার সুযোগ ছিল তবে এবার থেকে General এবং OBC ক্যাটাগরি পড়ুয়ারা যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে পড়াশোনা সুযোগ পাবে। আসলেই এই জগতে প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ট্রেনিং দেওয়া হতো। তবে এই পড়াশোনার সুযোগ কেবল ছিল SC ও ST ক্যাটাগরি ছাত্রছাত্রীদের, তবে এবার থেকে এ প্রকল্পে OBC ও General ক্যাটাগরি ছাত্রছাত্রীরা পড়াশোনা সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে একাদশ শ্রেণী থেকেই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
X হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যোগ্যশ্রী প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সফলতার কথা। তিনি আরো বলেছেন যোগ্যশ্রী শিক্ষানবিশরা JEE (অ্যাডভান্সড) ২৩ জন র্যাঙ্ক করেছে যার মধ্যে ১৩ টি IIT সিট। JEE (মেইন) ৭৫ টি র্যাঙ্ক, WBJEE টে ৪৩২ টি র্যাঙ্ক এবং NEET এ ১১০ টি র্যাঙ্ক পেয়েছে। তিনিও আরও বলেছেন যে সমস্ত কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলিতে আগের চেয়েও আরও ভালো ফল করেছে যোগ্যশ্রী প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা।
যোগ্যশ্রী প্রকল্প যাতে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী যোগ দিতে পারে তার জন্য বানানো হবে। প্রশিক্ষণ সেন্টারে সংখ্যা প্রকল্পে ৫০ টি ট্রেনিং সেন্টার রয়েছে। যুবশ্রী প্রকল্পের ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো হবে প্রায় ২০০০ টি।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।