PGCIL ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে নিয়োগ: মোট ৪৩৫ টি শূন্য পদে নিয়োগ! দেখুন আবেদন পদ্ধতি

By Amit Sarkar

Published on:

PGCIL Engineer Trainee Recruitment 2024

পাওয়ার গার্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে সম্প্রতি আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগ করার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে ইঞ্জিনিয়ার ট্রেইনি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোন জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদনকারীরা আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদের নাম: PGCIL এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ইঞ্জিনিয়ার ট্রেইনি পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্য পদ সংখ্যা: এক্ষেত্রে মোট ৪৩৫ টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে ইঞ্জিনিয়ার ট্রেইনি ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে ৩৩১টি শূন্য পদ রয়েছে, ইঞ্জিনিয়ার ট্রেইনি সিভিল পদের ক্ষেত্রে ৫৩ টি শূন্য পদ রয়েছে, ইঞ্জিনিয়ার ট্রেইনি কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে ৩৭ টি শুন্য পদ রয়েছে, এবং ইঞ্জিনিয়ার ট্রেইনি ইলেকট্রনিক্স পদের ক্ষেত্রে ১৪ টি শূন্য পদ রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ১২/৬/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ৪/৭/২০২৪। এই সময়সীমার মধ্যে আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদন মূল্য: সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Gen/OBC/ EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা করে দিতে হবে, এছাড়া SC/ST/PH ক্যাটাগরীর প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না। অনলাইনের মাধ্যমেই দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেহেতু এক্ষেত্রে একাধিক পোস্টে কর্মী নিয়োগ হবে সেহেতু আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আবেদনকারীদের। তার মধ্যে ইঞ্জিনিয়ার ট্রেইনি ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে ব্যাচেলার ডিগ্রী (B.E, B.Tech,or B.Sc) করা থাকতে হবে এবং তাতে কিন্তু ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ইঞ্জিনিয়ার ট্রেইনি সিভিল পদের ক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর ৬০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রী (B.E, B.Tech, or B.Sc) করা থাকতে হবে। ইঞ্জিনিয়ার ট্রেইনি কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা IT নিয়ে ব্যাচেলর ডিগ্রী (B.E, B.Tech, or B.Sc) করা থাকতে হবে ৬০% নম্বর নিয়ে। ইঞ্জিনিয়ার ট্রেইনি ইলেকট্রনিক্স পদের ক্ষেত্রে আবেদনকারীদের ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপরে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে ৬০ শতাংশ নম্বর নিয়ে। এছাড়া সবগুলি পোস্টের ক্ষেত্রে কিন্তু GATE 2024 স্কোর কার্ড বাধ্যতামূলক।

বয়স সীমা: এক্ষেত্রে সর্বোচ্চ বয়সের সীমা হল ২৮ বছর এবং সেই বয়স কিন্তু ৩১/১২/২০২৩ অনুযায়ী হতে হবে।

আরও পড়ুন: NIEPID Recruitment 2024: একাধিক শূন্য পদে নিয়োগ

আবেদন পদ্ধতি

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে।
  • তারপরে রেজিস্ট্রেশন করতে হবে।
  • লগইন আইডি দিয়ে লগইন করার পরে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট এ ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন মূল্য জমা করতে হবে।
  • সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে এবং আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটে www.powergrid.in
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF Link 1 | Link 2
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।