PM Scholarship: এবার শিক্ষার্থীরা পাবে মাসে 3000 টাকা, এখনই আবেদন করুন প্রধানমন্ত্রীর স্কলারশিপে

By Indrani Sarkar

Updated on:

PM Scholarship

PM Scholarship: আর কিছুদিনের মধ্যে লোকসভার ভোট। আর এই ভোটের আগেই প্রধানমন্ত্রী স্কলারশিপ বা PM Scholarship Yojana নিয়ে একটি দারুণ সুখবর দিলেন। প্রধানমন্ত্রী এর আগে সকল দেশবাসীর সুবিধার্থে অনেক রকমের ঘোষণা করেছেন। আর সেগুলোতে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। এবার প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়ে এলো নতুন এক স্কলারশিপ।

PM Scholarship Yojana 2024

কেন্দ্র সরকার এবারে পড়ুয়াদের কথা চিন্তা করে নতুন একটি স্কলারশিপ চালু করেছে। যেখানে তারা প্রতি মাসে কিছু টাকা করে বৃত্তি হিসেবে পাবে। ভোটের আগেই শেষ স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হবে প্রত্যেককে। তবে কারা কারা পেতে চলেছে স্কলারশিপে টাকা এবং এই স্কলার্শিপ টাকা পেতে গেলে কিভাবে আবেদন করতে হবে? আবেদন শুরু কবে থেকে? এ সমস্ত তথ্য জানতে হলে আমাদেরই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা কি

দেশের যে সমস্ত মেধাবী পড়ুয়ারা আছে যারা টাকা-পয়সার অভাবে পড়াশোনা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না তাদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার এই স্কলারশিপ চালু করেছে। দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে অনেক স্কলারশিপ চালু করেছে সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা। তবে এবার প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনার মাধ্যমেও উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়ারা উপকৃত হবেন।

আরও পড়ুন:  বেকার ছেলে ও মেয়েদের ব্যবসা শুরু করতে লোন দিচ্ছে কেন্দ্র

কারা কারা পাবে এই স্কলারশিপ এর সুবিধা?

কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্টের তরফ থেকে প্রদান করা হবে এই স্কলারশিপ, যা অন্যান্য স্কলারশিপ গুলির মতই। তবে এটি সার্বজনীন স্কলারশিপ নয়। এই স্কলারশিপ শুধুমাত্র সেনা কর্মী, প্রাক্তন কোস্টগার্ড কর্মী, পুলিশ কর্মী এবং রেল কর্মীদের মূলত জঙ্গি ও নকশাল হামলায় যাদের শহীদ হতে হয়েছে, তাদের সন্তান এবং বিধবা স্ত্রীদের এই সুবিধা দেওয়া হয়। সে সমস্ত শহীদদের সন্তান এবং স্ত্রীদের সুবিধার জন্য এই স্কলারশিপের আয়োজন করেছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনায় কত টাকা দিবে?

সাধারণত প্রধানমন্ত্রী এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা স্কলারশিপ দিয়ে থাকে। পুরুষ প্রার্থীরা বছরে ৩০ হাজার এবং মহিলা প্রার্থীরা বছরে ৩৬ হাজার টাকা বৃত্তি পায়। অর্থাৎ পুরুষ প্রার্থীদের এখানে দেওয়া হয় প্রতিমাসে ২৫০০ টাকা করে এবং মহিলা প্রার্থীদের এখানে দেওয়া হয় প্রতি মাসে ৩০০০ টাকা করে। এই টাকাটা কেন্দ্র সরকার তাদের স্কুলে ভর্তি থেকে শুরু করে টিউশন খরচ, বই পত্রের খরচ, পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ হিসেবে দিয়ে থাকে। এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতিবছর মোট ৫৫০০ জন প্রার্থীকে স্কলারশিপ দেওয়া হয়। যার মধ্যে মহিলা রয়েছে ২৭৫০ জন এবং পুরুষের সংখ্যা রয়েছে ২৭৫০ জন।

PM Scholarship পাবার কিছু শর্ত

  • আবেদনকারীকে অবশ্যই আসাম রাইফেল আরপিএফ এবং আরপিএসএফ এর শহিদ পুলিশকর্মীর সন্তান বা বিধবা স্ত্রী হতে হবে।
  • আবেদনকারীদের AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোন প্রতিষ্ঠানে বা কলেজে বর্তমানে পড়াশুনা করতে হবে।
  • আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
  • যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিসটেন্স বা অনলাইন ভিত্তিক পড়াশোনা করে তারা কিন্তু এই স্কলারশিপের সুবিধা পাবে না।
  • বর্তমানে অন্য কোন সরকারি স্কিম বা স্কলারশিপের টাকা পাওয়া চলবে না।
  • যারা সরকারি এবং রেগুলার কোর্সে পড়াশোনা করছে তাদেরকেই এই স্কলারশিপের টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: Senior Citizen Saving Scheme: করা পাবেন ও জানুন কিভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী স্কলারশিপের আবেদনে কি কি নথি লাগবে?

  • উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মার্কশিট।
  • আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
  • পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি।
  • আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রশিদ।
  • ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
  • পিতা অথবা স্বামীর পেশার প্রমাণপত্র।
  • এছাড়াও আরো প্রয়োজনীয় নথি লাগতে পারে।

আবেদন পদ্ধতি

  • প্রথমত, এই স্কলারশিপের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে (www.ksb.gov.in) যেতে হবে।
  • দ্বিতীয়ত, নিউ রেলস্টেশনে ক্লিক করে সেখানে নিজের নাম ফোন নাম্বার এবং ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তৃতীয়ত, রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • চতুর্থত, PM Scholarship Apply Now বাটনে ক্লিক করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করতে হবে।
  • পঞ্চমত, অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করার পর Next ক্লিক করে পরের পেজে আসতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • ষষ্ঠত, এরপর Submit বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।