ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি খুশির খবর। সম্প্রতি ইন্ডিয়া পোস্ট অফিস দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে? বেতন কত করে দেবে? শূন্য পদ সংখ্যা কি রয়েছে? কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? এই সমস্ত একাধিক তথ্য।
[ez-toc]
Post Office Vacancy 2025- পদের নাম ও শূন্য পদ সংখ্যা
ইন্ডিয়া পোস্ট এর পক্ষ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য মোট শূন্য সংখ্যা রয়েছে ২৫ টি।
বয়স সীমা
উল্লেখিত পদে আবেদন করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে। এই বয়স হিসেব করতে হবে প্রার্থীদের ৮/২/২০২৫ তারিখ অনুযায়ী। বয়স সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবে।
শিক্ষাগত যোগ্যতা
যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উল্লিখিত পদে আবেদন করার জন্য অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া প্রার্থীকে হালকা ও ভারী মোটর গাড়ির জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রার্থীকে কমপক্ষে তিন বছরের হালকা এবং ভারি মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালানোর অভিজ্ঞতার পাশাপাশি মোটর মেকানিজম এর জ্ঞান থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বলব আপনারা আগে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে পুরো তথ্য ভালো করে দেখে শুনে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
মাসিক বেতন
স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করে কোন প্রার্থী যদি চাকরি পায় তাহলে সেই প্রার্থীকে বেতন হিসেবে ১৯,৯০০ টাকা করে প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের একাধিক পরীক্ষা ও টেস্টের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- জন্ম তারিখের প্রমাণপত্র।
- নিজের পরিচয় পত্র।
- শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র।
- নিজের ড্রাইভিং লাইসেন্স।
- নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার আগে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তিটির নীচে যে আবেদন ফর্ম রয়েছে সেটিকে a4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে হাতে-কলমে সম্পন্ন পূরণ করতে হবে। এছাড়া সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের ফটোকপি চেয়েছে সেগুলি একসঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১০/১/২০২৫। আবেদনের শেষ তারিখ হল ৮/২/২০২৫।
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |