আধার কার্ড নষ্ট হয়ে গিয়েছে? Order করুন খুব সহজে অনলাইনে PVC Aadhaar Card

By Sumi Roy

Updated on:

PVC Aadhaar Card

এই প্রতিবেদনে আমরা আলোচনা করেছি যে আপনি কিভাবে অনলাইন PVC Aadhaar Card অর্ডার করবেন। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজে এখন আধার কার্ড ব্যবহার করা হয়। আপনার যদি আধার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই আধার কার্ড অর্ডার করতে পারবেন।

PVC Aadhaar Card

PVC Aadhaar Card পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। এই আধার কার্ড টেকসই এবং আকারে ছোট। এতে আপনার আধার নম্বর, ফটোগ্রাফ এবং জনসংখ্যার বিবরণ সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

কিভাবে PVC Aadhaar Card Order করবেন?

  • সবার প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর নীচের দিকে Order Aadhaar PVC Card অপশন আছে দেখবেন, সেটিতে ক্লিক করতে হবে।
  • তারপর নীচের বক্সে আপনার 12 ডিজিটের আধার নম্বর দিতে হবে।
  • এবার নীচের বক্সে ক্যাপচা কোড দিতে হবে।
  • আর যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর Registered করা থাকে তাহলে Send OTP বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনার মোবাইল নম্বর না Registered করা থাকে তাহলে My mobile number is not registered বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর দিতে হবে। তারপর Send OTP বাটনে ক্লিক করতে হবে।
  • Send OTP করার পর আপনার ফোনে একটি ৬ অংকের OTP আসবে সেই OTP টি বসাতে হবে।
  • তারপর আপনাকে Terms and conditions বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে I hereby confirm that I have read and understood the Payments / Cancellation / Refunds Process বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর Make Payment বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে Net Banking অথবা UPI এর মাধমে ৫০ টাকা পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট করলেই আপনার PVC Aadhaar Card Order সম্পন্ন হবে।

PVC Aadhaar Card Delivery প্রক্রিয়া

PVC আধার কার্ডটি স্প্রীড পোস্টের মাধ্যমে আপনার নিবন্ধিত ঠিকানায় পাঠানো হবে। আপনি AWB নম্বর ব্যবহার করে Delivery Status ট্র্যাক করতে পারেন। PVC আধার কার্ডটি আপনার বাড়িতে আসতে ৫ থাকে ১০ দিন সময় লাগতে পারে।

কীভাবে অনলাইনে PVC আধার কার্ডের Status Check করবেন?

  • সবার প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর নীচের দিকে Check Aadhaar PVC Card Order Status অপশন আছে দেখবেন, সেটিতে ক্লিক করতে হবে।
  • তারপর নীচের বক্সে SRN নম্বর দিতে হবে।
  • এবার নীচের বক্সে ক্যাপচা কোড দিতে হবে।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার PVC আধার কার্ডের Status দেখিয়ে দিবে।

আরও পড়ুন: আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে চান? কিভাবে করবেন জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

PVC Aadhaar Card Order LinkClick Hare
PVC Aadhaar Card Status Check LinkClick Hare
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।