Railway Group D Vacancy 2025: ভারতীয় রেলে ৩২ হাজার শূন্য পদে হবে নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

Published on:

Railway Vacancy 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা কম যোগ্যতার কারণে বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষা গুলিতে অংশগ্রহণ করতে পারে না। মাধ্যমিক পাস যোগ্যতা যে সমস্ত প্রার্থীরা রয়েছে, তাদের জন্য একটি সুখবর রয়েছে। ভারতীয় রেলের গ্রুপ ডি পদে অসংখ্য শূন্য পদে চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে।

[ez-toc]

RRB Group D Notification 2025

কেন্দ্রের বিভিন্ন সরকারি চাকরি গুলোর মধ্যে অন্যতম হলো রেলওয়ে চাকরি। প্রতিবছর প্রচুর পরিমাণে চাকরিতে নিয়োগ করা হয় ভারতীয় রেল বিভাগের। সেরকমই নতুন বছরেও রেলের পক্ষ থেকে বিভিন্ন কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

এবার আমরা দেখে নেব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা কোন কোন পদে আবেদন জানাতে পারবেন? আবেদন করতে গেলে যোগ্যতা কি হতে হবে? কতগুলি শূন্য পদ রয়েছে? প্রতি মাসে বেতন কত করে পাবেন? ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় বিষয়।

পদের নাম

এবার আমরা দেখে নেব কোন কোন পদে আবেদন জানাতে পারবে প্রার্থীরা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এ বছরে একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিভিন্ন পদ গুলি হল পয়েন্টস ম্যান, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান সহ আরো একাধিক পদ।

মোট শূন্য পদ সংখ্যা কতগুলি রয়েছে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে ২০২৫ সালের এই নিয়োগের মাধ্যমে মোট ৩২,৪৩৮ পদে নিয়োগ করা হবে। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে উল্লেখিত পদে নিয়োগ প্রক্রিয়া মেনে কর্মী নিয়োগ হতে হতে শূন্য পদের সংখ্যা বেশ কয়েক হাজার বেড়ে যেতে পারে। তবে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন শূন্য সংখ্যা কত রয়েছে তা দেখার জন্য অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি দেখে নেবেন।

আবেদনকারীর বয়সসীমা

এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। এছাড়া প্রার্থীরা আইটিআই পাস করে থাকলেও আবেদন করতে পারবে, তবে আইটিআই পাশ করা বাধ্যতামূলক নয়। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করার আগে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

মাসিক বেতন

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রতি মাসের বেতন রেলওয়ে গ্রুপ ডি পদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বেতন নির্ধারিত করে রেখেছে সেই বেতনই পাবে। তবে এক্ষেত্রে কর্মীদের ন্যূনতম মূল বেতন থাকবে ১৮,০০০ টাকা। এছাড়া মূল বেতনের পাশাপাশি সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার একাধিক সুযোগ-সুবিধা পাবে প্রার্থীরা।

নির্বাচন পদ্ধতি

সমস্ত আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

লিখিত পরীক্ষার সময়সীমা এবং সিলেবাস

কম্পিউটার বেস্ট লিখিত পরীক্ষা মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। যার সময়সীমা থাকবে ৯০ মিনিট। এবং সিলেবাসে থাকবে জেনারেল সাইন্স, গণিত, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল সাইন্সে থাকবে ২৫ নম্বর, গণিতে থাকবে ২৫ নম্বর, রিজনিং এ থাকবে ৩০ নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ২০ নম্বর। এই টোটাল মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার শুরু তারিখ হল ২৩/০১/২০২৫ এবং অনলাইনে মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২২/২/২৫। এই সময় সীমার মধ্যেই প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত তথ্য ভালোভাবে জেনে নিতে হবে, সঠিক ভাবে আবেদন প্রক্রিয়া না হলে RRB র পক্ষ থেকে আবেদন পত্র বাতিল হয়ে যেতে পারে।

আবেদন মূল্য

এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট একটি মূল্য দিতে হবে আবেদন করার জন্য। Gen, OBC এবং পুরুষ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা করে দিতে হবে। SC, ST, PWD, এবং মহিলা প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা করে দিতে হবে।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের আবেদন অনলাইন এর মাধ্যমে করতে হবে। তার জন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে, শুনে, বুঝে নিতে হবে। আবেদন করার জন্য প্রথমে একজন প্রার্থীকে রেলের যেক্ষেত্রে বসবাস করে সেখানকার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর প্রথমে রেজিস্ট্রেশন এবং লগইন আইডি দিয়ে লগইন করে নিতে হবে। তারপর এপ্লাই নাউ অপশনটি বেছে নিয়ে প্রথমে আবেদন পত্রটি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঠিক সাইজ মত আপলোড করতে হবে তারপর শেষে আবেদনমূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

Official NotificationDownload

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।