স্কিল ইন্ডিয়ার মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ, যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্য পদ সংখ্যা রয়েছে ৫ হাজারের বেশি

By Amit Sarkar

Published on:

Skill india indian railway apprentice recruitment notification 2024

ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়াই হবে না প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে। এই প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলার যোগ্য প্রার্থীরা রেলের এই পদ গুলির জন্য আবেদন করতে পারবে। এবার দেখে নেব রেলের বিভিন্ন পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি লাগবে, কতগুলো শূন্য পদ রয়েছে, বেতন কত করে দিবে ইত্যাদি বিষয়।

পদের নাম ও মোট শূন্য পদ সংখ্যা

এক্ষেত্রে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিকের বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫০৬৬ টি। যার মধ্যে UR ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ২০৪৫ টি শুন্য পদ, SC দের জন্য রয়েছে ৭৫১টি শূন্য পদ, ST দের জন্য রয়েছে ৩৭৯ টি শূন্য পদ, OBC ক্যাটাগরিদের জন্য রয়েছে ১৩৭২ টি শূন্য পদ, EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ১৫৯ টি শূন্য পদ।

বয়স সীমা

এ প্রশিক্ষণের আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এবং সেই বয়স কিন্তু ২২/১০/২০২৪ অনুযায়ী হতে হবে। তবে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ডের বিদ্যালয়ের থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে। এবং তার সঙ্গে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড নিয়ে ITI পাস করতে হবে।

স্টাইপেন্ড

যখন এই প্রশিক্ষণ টি চলবে প্রার্থীদের তখন অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী প্রতিমাসে নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে। এই প্রশিক্ষণের ফলে প্রার্থীরা ভবিষ্যতের রেলওয়ে চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

আবেদন মূল্য

এক্ষেত্রে তপশিলি জাতি, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীরা ছাড়া অন্যান্য সমস্ত প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ফিটনেস টেস্ট অনুযায়ী বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

নিয়োগের স্থান

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলে ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তৈরি করা ২৩/৯/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ২২/১০/২০২৪।

আরও পড়ুন: AIIMS কল্যাণীতে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ, বেতন ১,০০,০০০ টাকা

আবেদন পদ্ধতি

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত বিবরণ এবং শিক্ষাগত বিবরণ সবকিছু দিয়ে পূরণ করতে হবে। লগইন করতে হবে এবং আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করে শেষে ফাইনাল সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।