SSC CGL Recruitment 2024: মোট শূন্য পদ সংখ্যা ১৭৭২৭ টি, জানুন বিস্তারিত

By Amit Sarkar

Updated on:

SSC CGL Recruitment 2024

SSC CGL Recruitment 2024: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে Combined Graduate Level Examination (CGL) স্তর মানে সম্মিলিত স্নাতক স্তর পরীক্ষা ২০২৪ সাল এর জন্য আবেদন শুরু হয়েছে। যে সমস্ত প্রার্থীরা অনেকদিন থেকে এই নিয়োগের পরীক্ষার জন্য অপেক্ষা করে বসেছিলেন তাদের অপেক্ষার অবসান হয়েছে। যেসকল প্রার্থীরা তাদের স্নাতক ডিগ্রী কমপ্লিট করেছেন তারা ফর্মটি পূরণ করতে পারবেন। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে SSC CGL পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।

SSC CGL Recruitment 2024

নিয়োগ সংস্থাStaff Selection Commission
পরীক্ষার নামCombined Graduate Level Examination (CGL)
শূন্যপদ১৭,৭২৭ টি
বেতন২৫,৫০০ থেকে সর্বোচ্চ ১,৪২,৪০০ টাকা
আবেদনের শুরুর তারিখ২৪/৬/২০২৪
আবেদনের শেষ তারিখ২৪/৭/২০২৪

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ হল ২৪/৬/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ২৪/৭/২০২৪ এছাড়া আবেদন মূল্য জমা দেবার শেষ তারিখ হল ২৫/৭/২০২৪ এবং এপ্লিকেশনের কোন ভুল থাকলে তা সংশোধন করার তারিখ হল ১০-১১/৮/২০২৪। এছাড়া সম্ভাব্য পরীক্ষার তারিখ হল সেপ্টেম্বর-অক্টোবর এবং ডিসেম্বর ২০২৪।

পদের নাম এবং মোট শূন্যপদ সংখ্যা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল একাউন্টেন্ট, জুনিয়ার অফিসার, অডিটর, আপার ডিভিশন ক্লার্ক, সহ প্রভৃতি।

মোট ১৭,৭২৭ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তবে বিভিন্ন পোস্ট অনুযায়ী শূন্যপদ সংখ্যা বিভিন্ন রকম রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কিন্তু ৩৪ টি পোস্ট মিলিয়ে ১৭,৭২৭ টি  শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে নিয়ে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বয়স সীমা

যেহেতু এই নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো শূন্যপদ রয়েছে তাই সেক্ষেত্রে প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের বয়সসীমা আলাদা আলাদা রকম রয়েছে। তবে এক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বয়সের মধ্যে থাকা ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারে। এক্ষেত্রে কিন্তু বয়স ১-৮-২০২৪ অনুযায়ী হতে হবে। এবং সরকারের নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা আরো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

আবেদন মূল্য

উপরোক্ত পদে আবেদন করতে হলে জেনারেল, OBC এবং EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC/ST/PwD ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।

বেতন

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু অনেকগুলি পোস্টে কর্মী নিয়োগ করা হবে, সেহেতু বিভিন্ন পোস্ট অনুযায়ী চাকরি প্রার্থীরা আলাদা আলাদা বেতন পাবে। তবে এক্ষেত্রে সর্বনিম্ন বেতন সংখ্যা ২৫৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪২৪০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

কীভাবে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে?

এক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে।তারপর এপ্লাই লিংক খুঁজে সেটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি সঠিক সাইজ মত আপলোড করতে হবে। আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটেssc.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDFDownload
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।