Student Credit Card: বর্তমানে সবার কমন সমস্যা হলো টাকা। টাকার জন্য মানুষ এটা করতে পারছে না মানুষ ওটা করতে পারছে না। তেমনি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হয় টাকার। অনেক মেধা এবং যোগ্যতা থাকলেও শুধুমাত্র টাকার জন্য অনেকের পড়াশোনা আটকে যায়। ভালো রেজাল্ট করলেও স্টুডেন্টরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর মতন বিভিন্ন ডিগ্রী নিয়ে পড়ার সুযোগ হারিয়ে ফেলে। ছাত্র-ছাত্রীদের আর এই সমস্যায় যাতে পড়তে না হয় সেজন্য সেদিকে লক্ষ্য রেখে রাজ্যে শুরু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে প্রকল্প।
কারা কারা Student Credit Card সুবিধা পাবে?
বিভিন্ন স্তরের পড়াশোনার জন্য ছাত্র ছাত্রীরা এই কার্ড ব্যবহার করে ঋণ নিতে পারবে। যে কোন স্বীকৃত বোর্ডের অধীনে যে কোন প্রতিষ্ঠানে সেকেন্ডারি স্তর থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এর সুবিধা পাবে। যেমন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, স্তরের পড়াশুনা ছাড়াও দেশ-বিদেশের যে কোন স্বীকৃত কলেজ, বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল বা পোস্ট ডক্টরাল স্তরের পড়াশুনা বা গবেষণার জন্য যদি কোন পড়ুয়া ক্রেডিট কার্ডের সুবিধা পেতে চায় তাহলে অবশ্যই সে সুবিধা পাবে। এছাড়াও কোনরকম প্রফেশনাল ডিগ্রি বা তার সমতুল্য কোর্সের খরচের জন্যও কিন্তু ছাত্র ছাত্রীরা এই কার্ড এর মাধ্যমে ঋণ নিতে পারবে।
বেশ কিছু শর্ত
এই কার্ড এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যদি লোন নিতে চায় তাহলে কিছু শর্ত মানতে হবে।
- এই প্রকল্পে যারা ঋণ নিতে চাইছে তাদের অন্তত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- দশম শ্রেণীর পড়ুয়া থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণের সুবিধা পাওয়া যাবে।
- এক্ষেত্রে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে।
আরও পড়ুন: Atal Pension Yojana: এই যোজনায় মাসে পেনশন হিসেবে পাবেন পাঁচ হাজার টাকা
কত দিনে এই ঋণ পরিশোধ করতে হবে?
কোন ছাত্র-ছাত্রী যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে তাদের সুদের হার রয়েছে ৪ শতাংশ। ছাত্র-ছাত্রীদেরকে ঋণ শোধ করার জন্য পনেরো বছর সময় দেওয়া হয়। সময়ের আগে ঋণ মেটালে পেনাল্টিচার্জ লাগেনা। এই লোনের জন্য কোনরকম প্রসেসিং ফিও লাগে না।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদনকারীর আধার কার্ড এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন কপি।
- আবেদনকারী এবং আবেদনকারীর বাবা-মা বা আইনি অভিভাবকের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর এবং ইমেইল আইডি।
- আবেদনকারী এবং তার বাবা-মার বা আইনি অভিভাবকের প্যান কার্ডের কপি এবং বাসস্থানের প্রমাণ পত্র দিতে হবে।
- আবেদনকারী যে কোর্সে ভর্তি হয়েছে তার ফ্রি সংক্রান্ত নথিও জমা দিতে হবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।