SVMCM Income Certificate: অনেকেই ভাববেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইনকাম সার্টিফিকেট আবার কি! আসলে এটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যার নাম হল ইনকাম সার্টিফিকেট। আজকের এই প্রতিবেদনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদনের জন্য প্রয়োজন যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট নিয়েই আলোচনা করা হয়েছে, যেমন কোথা থেকে বানাবেন, কোন ইনকাম সার্টিফিকেট ব্যবহার করবেন? ইত্যাদি বিষয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন যে ইনকাম সার্টিফিকেট তা দুভাবে তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারে ছাত্রছাত্রীরা। যেমন অনেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল পোর্টাল থেকে প্রেরিত প্রোফর্মা অথবা অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে প্রেরিত ডিজিটাল ভেরিফিকেশন করা ইনকাম সার্টিফিকেট দিয়ে থাকে।
এই স্কলারশিপ এর জন্য কোন আয় শংসাপত্র জমা দিতে হবে
ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য নীচের দেওয়া যেকোনো একটি আয় শংসাপত্র জমা দিতে পারে।
- অনলাইন আয় শংসাপত্র- e- District পোর্টাল থেকে প্রাপ্ত শংসাপত্র।
- অফলাইন আয় শংসাপত্র – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া মডেল প্রফর্মা।
তবে অবশ্যই কিন্তু ইনকাম সার্টিফিকেট ছাত্র বা ছাত্রীর নিজের নামে হতে হবে, সেখানে পরিবারের বার্ষিক ইনকাম উল্লেখ থাকতে হবে।
পঞ্চায়েত এলাকার জন্য আয় শংসাপত্র তৈরির পদ্ধতি
ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা গ্রামীণ এলাকার অন্তর্ভুক্ত অর্থাৎ পঞ্চায়েতের মধ্যে বসবাস করে তাদের প্রথমে পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রেরিত ইনকাম সার্টিফিকেট দিয়ে অনলাইনে ই ডিস্ট্রিক পোর্টালে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।
তারপর সেই ইনকাম সার্টিফিকেট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরম্যাট (MODEL PROFORMA FOR INCOME CERTIFICATE) এই প্রিন্ট আউট নিয়ে ভিডিও অফিসে গিয়ে অফলাইনে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে।
মিউনিসিপালিটি এলাকার জন্য আয় শংসাপত্র তৈরির পদ্ধতি
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত তাদের প্রথমে মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কর্তৃক প্রেরিত ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তারপর সেই ইনকাম সার্টিফিকেট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরমেট (MODEL PROFORMA FOR INCOME CERTIFICATE) সার্টিফিকেট বানাতে হবে। তারপর মডেল ইনকাম সার্টিফিকেটের প্রিন্ট আউট নিয়ে মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসার বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার অথবা গ্রুপ A গ্যাজেটের অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তৈরি করিয়ে নিতে হবে।
ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য অফলাইন এবং অনলাইন দুই ইনকাম সার্টিফিকেট বানাবে তাদের দুটি চলবে। তবে এক্ষেত্রে কিন্তু অনলাইনে ই ডিস্ট্রিক পোর্টালের বর্তমানে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেখানে মান্থলি বা মাসে ইনকাম উল্লেখ করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য কিন্তু অবশ্যই ইয়ারলি বা বার্ষিক ইনকাম উল্লেখ থাকা প্রয়োজন। শুধু তোমাদেরকে বিবেকানন্দ স্কলারশিপ অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রেরিত প্রফর্মাটিতে অফলাইনে ইনকাম সার্টিফিকেট তৈরি করাতে হবে।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।