UPSC Medical Officer Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মেডিকেল অফিসার পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৮২৭টি শুন্য পদে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই নিয়োগের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
সুচিপত্র
UPSC মেডিকেল অফিসার নিয়োগ (UPSC Medical Officer Recruitment 2024)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে গেলে বয়স কতটি হতে হবে? যোগ্যতা কি হতে হবে? শূন্যপদ কতগুলো রয়েছে? বেতন কত করে দেবে? এ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে, শুনে, বুঝে তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।
পদের নাম
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সে বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।
- Medical Officers Grade in General Duty Medical Officers Sub-cadre of Central Health Service.
- Assistant Divisional Medical Officer in the Railways.
- General Duty Medical Officer in New Delhi Municipal Council.
- General Duty Medical Officer Gr-II in Municipal Corporation of Delhi.
মোট শূন্য পদ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মোট ৮২৭টি শুন্য পদে মেডিকেল অফিসার নিয়োগ করবে।
- Medical Officers Grade in General Duty Medical Officers Sub-cadre of Central Health Service – ১৬৩ টি শূন্য পদ।
- Assistant Divisional Medical Officer in the Railways – ৪৫০ টি শূন্য পদ।
- General Duty Medical Officer in New Delhi Municipal Council – ১৪ টি শূন্য পদ।
- General Duty Medical Officer Gr-II in Municipal Corporation of Delhi – ২০০ টি শূন্য পদ।
আবেদন মূল্য
- UR/ OBC/ EWS- আবেদন মূল্য হিসেবে ২০০ টাকা করে দিতে হবে।
- SC/ ST/ PWD/ মহিলা- আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল অফিসার পদে আবেদন করতে চাইলে আবেদনকারীদের অবশ্যই এমবিবিএস (M.B.B.S) ডিগ্রি পাশ করা থাকতে হবে।
আরও পড়ুন: UPSC তে IES ISS পদে কর্মী নিয়োগ, আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে
আবেদনকারীদের বয়সসীমা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। সেই বয়স কিন্তু ১/৮/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে সে সমস্ত প্রার্থীদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছার থাকবে।
বেতন
UPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী একজন আবেদনকারী যদি এক্ষেত্রে আবেদন করে চাকরি পান তাহলে প্রতি মাসে তার বেতন হবে লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর ডেট রয়েছে ১০/০৪/২০২৪। আবেদনের শেষ ডেট রয়েছে ৩০/০৪/২০২৪। ইচ্ছুক প্রার্থীদের এই সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৫০০ নম্বরের। লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, সেই ইন্টারভিউ কিন্তু হবে ১০০ নম্বরের। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সামিনেশন হবে। এই সমস্ত পরীক্ষা গুলির মধ্য দিয়ে উপযুক্ত ও সঠিক প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আরও পড়ুন: SSC CHSL Recruitment 2024: মোট ৩৭১২ টি শূন্য পদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি
- এক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে সংস্থার অফিশিয়াল www.upsc.gov.in ওয়েবসাইটি গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
- তারপর লগইন আইডি দিয়ে লগইন করতে হবে।
- সমস্ত তথ্য দিয়ে ভালো করে আবেদনপত্র ফিলাপ করতে হবে।
- যা যা ডকুমেন্টস চেয়েছে তা স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- নির্দিষ্ট ডেট এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন Link | » Online Form |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | » Download |
অফিসিয়াল ওয়েবসাইট | » UPSC |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।