Voter ID Download: আমাদের বিভিন্ন রকম প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির মধ্যে একটি অন্যতম প্রয়োজনীয় ডকুমেন্ট হলো ভোটার কার্ড। ভারতে ভোট দেওয়ার জন্য একটি ভোটার আইডির প্রয়োজন পড়ে। যার কাছে ভোটার আইডি থাকে না সে ভোট দিতেও পারে না। ভারতীয় নাগরিকদের যখন 18 বছর পূর্ণ হয় তখন তাদের ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে হয়। এই ভোটার আইডি কার্ড বিভিন্ন ক্ষেত্রে পরিচয় প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই প্রতিবেদনে ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়লে আপনি নিজেই আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
ভোটার আইডি কার্ড কী?
ভোটার কার্ড হল ভারতীয় নাগরিকদের একটি প্রমাণ পত্র। এই ভোটার আইডি কার্ড ভারতে নির্বাচন কমিশন দ্বারা জারি করা একটি ফটো পরিচয় পত্র। এই ভোটার আইডি কার্ডের প্রধান কাজ হল একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের সময় ভোটারদের জন্য একটি পরিচয় পত্র হিসেবে কাজ করা। ভোটার আইডি কার্ডটি Eloctors Photo Identity Card (EPIC), নির্বাচনী কার্ড বা ভোটার কার্ড নামেও পরিচিত। এই ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদের থাকা বাধ্যতামূলক।
কিভাবে অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করবেন?
- সবার প্রথমে আপনাকে Voter Services Portal এ ভিজিট করুন।
- তারপর E-EPIC Download বোতাম এ ক্লিক করুন।
- এবার Sign-Up বোতাম এ ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর এবং Captcha দিন।
- তারপর Continue বোতাম এ ক্লিক করুন।
- আপনাকে আপনার নাম এবং Password দিন।
- তারপর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেই OTP টি দিন।
- তারপর Verify & Sign-Up বোতাম এ ক্লিক করুন।
- তারপর Sign-Up প্রক্রিয়া শেষ হবে।
- Sign-Up করার পর এবার Login করুন।
- Login করার জন্য আপনার মোবাইল নম্বর এবং Password দিন।
- আপনার Captcha দিন।
- তারপর Request OTP বোতাম এ ক্লিক করুন।
- আবার আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেই OTP টি দিন।
- তারপর Verify & Login বোতাম এ ক্লিক করুন।
- তারপর E-EPIC Download বোতাম এ ক্লিক করুন।
- আপনার EPIC No দিন।
- আপনার রাজ্য নির্বাচন করুন।
- Search বোতাম এ ক্লিক করুন।
- তারপর Request OTP বোতাম এ ক্লিক করুন।
- আবার আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেই OTP টি দিন।
- এবার আপনার E-EPIC Download করে নিন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Voter ID Download Link | Download |
আরও পড়ুন: West Bengal Voter List 2024: ভোটার লিস্ট চেক করতে চান! দেখুন কিভাবে লিস্ট ডাউনলোড করবেন
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।