পূর্ব বর্ধমান BLRO অফিস থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। BLRO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ১৫ টি শূন্য পদ ঘোষণা করেছে, প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু ইচ্ছুক প্রার্থীদের পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা- সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৫ টি।
গুরুত্বপূর্ণ তারিখ- এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৪-৮-২০২৪ তারিখে। এবং আবেদন করার শুরুর তারিখ হল ২৭-৮-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১৪-৯-২০২৪।
শিক্ষাগত যোগ্যতা- ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্নাতক ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট থাকতে হবে এছাড়া মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং এক্সেল এর ওপরে কাজের দক্ষতা থাকতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা- এক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে, এবং সেই বয়স কিন্তু ২৭-৮-২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া SC, ST ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ৫ বছরের ছাড় রয়েছে এবং OBC ক্যাটাগরিতে সর্বোচ্চ বয়স সীমায় ৩ বছরের ছাড় রয়েছে।
মাসিক বেতন- ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ১১,০০০ টাকা করে বেতন পাবে।
নিয়োগ প্রক্রিয়া- এক্ষেত্রে প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর ইন্টারভিউ এবং কম্পিউটারের প্রাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, এসবের উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আরও পড়ুন: রাজ্যের গ্রামে আশা কর্মী নিয়োগ, দেখে নিন কোথায় হচ্ছে এই নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিঙ্ক খুঁজে সেটাতে ক্লিক করে ইনস্ট্রাকশন অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়ার সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।