ইন্দ্রাণী সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এসেছে বড় সুখবর। বহু প্রতীক্ষিত পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অবশেষে হতে চলেছে। বিভিন্ন সূত্রে খবর অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাসে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই প্রক্রিয়া এবার এগোচ্ছে। চাকরিপ্রার্থীরা যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, তারা এবার পরীক্ষার তারিখের জন্য প্রস্তুত হতে পারেন।
SSC কেলেঙ্কারি ও মামলার কারণে ছিল স্থগিত
গত বছরের শেষের দিকে SSC দুর্নীতি মামলা এবং ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে রাজ্যের প্রায় সব নিয়োগই স্থগিত হয়ে যায়। পুলিশ কনস্টেবল পদে নিয়োগও এই সমস্যার কবলে পড়েছিল। যার ফলে হাজার হাজার চাকরিপ্রার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন।
নিয়োগ সংখ্যা এবং আবেদনকারীদের তথ্য
২০২৪ সালের মার্চ মাসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১১,৭৪৯ জন পুলিশ কনস্টেবল নিয়োগের কথা জানানো হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক প্রার্থী এই পদে আবেদনের জন্য আবেদন করেন।
কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর অতিক্রান্ত হলেও, আজ পর্যন্ত কোনো লিখিত পরীক্ষা বা প্রাথমিক ধাপের পরীক্ষার আয়োজন করা হয়নি, যা চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: SBI Clerk Recruitment 2025: 2964 শূন্যপদে চাকরির সুযোগ, শেষ তারিখ ২৯ মে!
পরীক্ষার সম্ভাব্য সময় দুর্গাপূজোর আগেই?
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার এবার এই পরীক্ষাটি দুর্গাপূজোর আগেই, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করছে। যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর তরফে এই বিষয়ে কোনও সরকারি নোটিশ জারি হয়নি, তবুও অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।