WBPSC Food SI Answer Key 2024: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার অফিশিয়াল ‘অ্যানসার কি’ প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন দপ্তর। প্রতিটি শিফটের ‘অ্যানসার কি’ আপলোড করা হবে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনারা যদি ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার অ্যানসার কি দেখতে চান তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
WBPSC Food SI Answer Key 2024
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 480 পদে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করেছিল। সেই পরীক্ষা আয়োজন করা হয়েছিল 16 ই মার্চ এবং ১৭ই মার্চ ২০২৪ তারিখে। এই পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছিল মোট দুদিনে ছয়টি শিফটে। এবার সেই শিফটের প্রশ্নের অ্যানসার কি আপলোড করল কমিশন। আজকের প্রতিবেদনে মোট ছটি আনসার কি আপলোড করা হলো আপনারা যদি আপনাদের পরীক্ষা কেমন দিয়েছেন সে হিসেবে অ্যানসার কি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনে এসে অ্যানসার কি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
আরও পড়ুন: WBPSC Food SI Cut OFF Marks 2024, দেখুন কত নম্বর পেলে আপনি পাস করবেন
WBPSC Food SI Answer Key 2024 PDF
Shift | Answer Key |
Shift 1 | Download PDF Now |
Shift 2 | Download PDF Now |
Shift 3 | Download PDF Now |
Shift 4 | Download PDF Now |
Shift 5 | Download PDF Now |
Shift 6 | Download PDF Now |
আপনারা যদি ফুড SI পরীক্ষার রেজাল্ট সহ অন্যান্য চাকরির খবর সবার আগে দেখতে চান তাহলে ‘ডেইলি খবর বাংলা” ওয়েবসাইট Telegram Channel এবং WhatsApp Channel ফলো করে রাখুন।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।