PM Free Silai Machine Yojana: বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছেন কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার বরাবরই নিজের দেশের নারীদের নিয়ে চিন্তা করেন। এবং বিভিন্নভাবে চেষ্টা করেন নারীদের উন্নতি সাধন করানোর। দেশের মহিলাদের বিশেষ করে পিছিয়ে পড়া জাতির মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকার পিছিয়ে পড়া মহিলা এবং জাতির লোকেদের স্বাবলম্বী করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এবার তাদের এই সেলাই মেশিন দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্র সরকার বিনামূল্যে সেলাই মেশিন দিবে বলে জানিয়েছেন নিজেদের ব্যবসা ও আয় করার জন্য। আর এই যোজনাকে পিএম মুফত সেলাই মেশিন যোজনা বা প্রধানমন্ত্রী ফ্রী সেলাই মেশিন যোজনা নামে পরিচিত।
(PM Free Silai Machine Yojana) ফ্রিতে সেলাই মেশিন দেবে কেন্দ্র সরকার
কেন্দ্র সরকারের দারিদ্র ও শ্রমজীবী মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার জন্য চালু করল ফ্রি সেলাই মেশিন প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া এবং দরিদ্র স্বনির্ভর মহিলারা যাতে নিজেরা ঘরে বসে কাপড় সেলাই করে আয় করে স্বনির্ভর এবং স্বাধীন হতে পারে তার জন্যই কেন্দ্র সরকার এই প্রকল্পের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে। অনেকেই ভাবছেন এটা ভুয়ো বা ফেক নিউজ। কিন্তু কেন্দ্র সরকার সত্যিই বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে এটা কোন ভুয়ো বা ফেক নিউজ নয়। এই স্কিমে সেলাই মেশিন কিনে যে কেউ কাজ শুরু করতে পারেন শুধু মহিলা নয় পুরুষরাও এই স্কিমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Yuvasree Scheme: বেকার যুবক-যুবতীরা পাবেন প্রতি মাসে ১৫০০ টাকা
কারা কারা আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের সুবিধাবাদ জন্য শুধু মহিলা নয় পুরুষরাও এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং যারা ইতিমধ্যে সেলাইয়ের কাজ করছেন তারাই বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদন করতে পারবেন। অর্থাৎ দর্জি হিসেবে কাজ করা যে কেউ ব্যক্তি এই স্কিমের যোগ্য।
এক্ষেত্রে আবেদনকারীর বয়স কিন্তু ১৮ বছরের বেশি হতে হবে এবং সেই সঙ্গে এই স্কিমের জন্য আবেদনকারীদের আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পরিচয় পত্র, জাতি শংসাপত্র, ও পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, ব্যাংক পাস বই ইত্যাদি থাকতে হবে।
কত টাকা সুবিধা দেবে সরকার?
প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার অধীনে দর্জি হিসেবে কাজ করা যে কেউ এই স্কিমের জন্য যোগ্য। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় উপভোক্তাকে সেলাই মেশিন কেনার জন্য ১৫ হাজার টাকা দেবে সরকার। শুধু তাই নয় ২০ হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে।
আরও পড়ুন: Jeevan Jyoti Bima Yojana: খুব কম খরচে পাবেন ২ লাখের বীমা কভারেজ
আবেদনের পদ্ধতি
এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হলে প্রথমে pmvishwakarma.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করাতে হবে।
এরপর সমস্ত ডকুমেন্টসের কপি এবং আবেদন পত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।