(ITBP) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ নিয়োগ, দেখুন আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তথ্য

সম্প্রতি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত পুরুষ এবং মহিলা ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত। এই প্রতিবেদনে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত কী হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

ITBP Assistant Surgeon Recruitment 2024 Notification

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) এর পক্ষ থেকে Assistnat Surgeon (Assistant Commandant/ Veterinary) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৮ টি (UR-১২, SC-৪, ST-১, OBC-৬, EWS-৪)।

আবেদনকারীর বয়স সময়সীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Assistnat Surgeon পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন্ ১৮ বছর সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হিসেব করতে হবে ২৪/১২/২০২৪ তারিখ অনুযায়ী। রিসার্ভ ক্যাটেগরির প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে Assistnat Surgeon পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রিতে স্নাতক ডিগ্রি (BVSc & AH) করা থাকতে হবে। আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে।

মাসিক বেতন

এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে বেতন দেবে।

আবেদন মূল্য

জেনারেল, EWS, OBC ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৪০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST, PWD ক্যাটাগরির প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া

এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক মান পরীক্ষা (PST), ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৫/১১/২০২৪। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২৪/১২/২০২৪।

আবেদন পদ্ধতি

সমস্ত প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগইন আইডি দিয়ে লগইন করতে হবে, তারপর সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি স্ক্যান করে সঠিক সাইজ মত আপলোড করতে হবে। শেষে আবেদনমূল্য জমা করে সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তি Download Now
Apply Online Click Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: