এবার বিদ্যালয়গুলির ছুটি নিয়ে বিরাট পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর। যত সময় যাচ্ছে ততই বাংলা তথা সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তন এসেই চলেছে, কখনো প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন, কখনো সিলেবাস পরিবর্তন ইত্যাদি রকম পরিবর্তন হয়ে চলেছে। এমনি এবার বাংলার প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে বিরাট পরিবর্তন আসতে চলেছে। কি সেই পরিবর্তন তা নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
বর্তমান সময়ে উৎসবের মৌসুম চলছে। কয়েকদিন আগেই চলে গিয়েছে দুর্গাপূজা, লক্ষ্মীপুজো এবং একদিন আগেই চলে গিয়েছে কালীপুজো সব মিলিয়ে এখনো রয়েছে সমস্ত রাজ্য। এরই মধ্যে রাজ্য স্কুলগুলি ছুটি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট বৈষম্য করছে বলে অভিযোগ তোলা হয়েছে এখন চিন্তার বিষয় হলো যে এইরকম বৈষম্যের অভিযোগের কারণ কি?
আসলে আগে কালীপুজোর পর একেবারে সমস্ত স্কুলগুলো খুলতো তবে দুর্গাপূজা ও লক্ষী পূজা শেষ হতে না হতেই রাজ্যের কয়েকশো প্রাথমিক স্কুল খুলে গিয়েছে কিন্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির দরজা কিন্তু এখনো বন্ধ। অনেকের মনে করছেন এই ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সমতা থাকলেও বৈষম্য দেখা দিচ্ছে পুজোর ছুটিতে। তবে এবার এই বিষয়টি বন্ধ করার জন্যই বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার।
আরও পড়ুন: WB TET 2024 Postponed: প্রাথমিক টেট পরীক্ষা বাতিল, আবার কবে হবে এই পরীক্ষা? দেখে নিন বিস্তারিত
সরকারের বড় উদ্যোগ
বর্তমান সময়ে ৯৯৯১ টি মাধ্যমিক ও ৬৭৭১ তে উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ তবে এক রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল লক্ষ্মী পূজার দুদিন পর থেকে এবং কালীপুজোর আগ পর্যন্ত খোলা ছিল। এর ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে বড়দের চেয়ে ছোটরা এবার বেশি দিন ক্লাস পাচ্ছে এই নিয়েই সকলের মধ্যেই তৈরি হয়েছে চাপা অসন্তোষ। তবে সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর এবং চেয়ারম্যানদের মধ্যে বৈঠক হয় এই এবং সেই বৈঠকে জানানো হয় আগামী ২০২৫ সাল থেকে হাই স্কুলের মতই প্রাথমিক স্কুল গুলো পুজোর ছুটিতে টানা একমাস ছুটি পাবে এবং আরো জানা যাচ্ছে যে গরমে ছুটি মে মাসের শেষের দিকে দেওয়া হবে এবং এপ্রিলের প্রথমে সব স্কুল মর্নিং শুরু হবে। এজন্যই সমস্ত প্রাথমিক স্তরের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা অনেকটা খুশি হয়েছে।
ইন্দ্রাণীর সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে শিক্ষা এবং পরীক্ষার এডমিট কার্ড বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। ইন্দ্রাণী সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।