Ayushman Bharat প্রকল্পের মাধ্যমে পাবেন বিনা মুল্যে চিকিৎসার সুযোগ, দেখে নিন বিস্তারিত

By Sumi Roy

Published on:

Ayushman Bharat

কেন্দ্র সরকার দ্বারা নির্মিত আয়ুষ্মান ভারত যোজনার প্রকল্পে আপনিও পেতে পারেন বিনা পয়সার চিকিৎসার সুযোগ। দেশের মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারে সেই জন্যই মূলত এই আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে দেশের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের চিকিৎসা করার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন যে, ‘সত্তরোর্ধ্ব ব্যক্তিদের’ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। তিনি এও বলেছেন যে আর্থিক অবস্থায় যাই হোক না কেন দেশের যে সমস্ত নাগরিক সত্তর বছরের বেশি তারা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী।

Ayushman Bharat প্রকল্প কী?

বর্তমানে চিকিৎসার খরচ যে হারে বাড়ছে তাতে করে যারা একেবারে গরিব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ রয়েছে তারা নিজেদের অসুখে চিকিৎসা করাতে পারছে না। এছাড়াও মোটা অংকের প্রিমিয়াম দিতে হয় বলে অনেকেই স্বাস্থ্য বীমা করাতে পারে না। সেই জন্যই দেশের প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের সুবিধার কথা ভেবে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পটি কার্যকর হয় ২০১৮ সালের ২৩ শে সেপ্টেম্বর থেকে। আয়ুষ্মান ভারত প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই স্বাস্থ্য বীমার সুবিধা পেতে হলে কিন্তু যেখানে এর নাম নথিভুক্ত আছে এমন হাসপাতালে ভর্তি হতে হবে। তাহলে তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৫০ কোটি মানুষ সুবিধা লাভ করে বলে জানিয়েছে কেন্দ্র।

Ayushman Bharat প্রকল্পের সুবিধা

নাম নথিভুক্ত আছে এমন হাসপাতালে গেলেই এই কার্ডের সুবিধা পাবে সাধারণ মানুষ। নাম নথিভুক্ত হাসপাতালে গিয়ে এই আয়ুসমান কার্ড দেখিয়ে কার্ড হোল্ডাররা এক টাকাও খরচ না করে তারা নিজেদের চিকিৎসা করাতে পারে। কোনরকম নগদ টাকা ছাড়াই তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে।

কিভাবে আবেদন করবেন Ayushman Bharat প্রকল্পে?

আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আয়ুষ্মান কার্ড পেতে হলে আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সুবিধাভোগী বা এমপ্লয়িজ টেস্ট ইন্সুরেন্স স্কিম বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে আবেদন করতে হলে কিন্তু দরকার আধার কার্ড, রেশন কার্ড, পারিবারিক পরিচয় পত্র, ব্যাংক একাউন্টে বিবরণ।

  • আবেদনকারীকে সবার প্রথমে আয়ুষ্মান ভারত যোজনার অফিশিয়াল ওয়েবসাইট beneficiary.nha.gov.in -এ যেতে হবে।
  • তারপর বেনিফিশিয়ারি হিসেবে সুবিধা পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে।
  • সেক্ষেত্রে সেখানে মোবাইল নম্বর লিখতে হবে।
  • তারপর আপনার ফোন একটি OTP যাবে।
  • মোবাইল নম্বরে আসা OTP যাচাই হওয়ার পরে পারিবারের সদস্যদের সম্পর্কে সব তথ্য লিখতে হবে।

আরও পড়ুন: ৩০০০ টাকা পাবেন প্রতি মাসে, মোদি সরকার এনেছে এই স্কিম

Ayushman Bharat Helpline Number

Toll-Free Call Center No14555
Postal Address9th Floor, Tower-l, Jeevan Bharati Building,
Connaught Place, New Delhi – 110001
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।