Bankura District Court Recruitment 2024: Office of The District Judge, Bankura এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদনকারীরা তাদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
সুচিপত্র
বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কর্মী নিয়োগ (Bankura District Court Recruitment 2024)
সম্প্রতি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে আবেদনকারীর যোগ্যতা কি হতে হবে? বয়স কত কি লাগবে? কতগুলো শূন্য পদ রয়েছে? এ সমস্ত একাধিক বিষয়।
পদের নাম
বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেই পোস্টগুলি হলো- UDC, LDC, Group D, Process Server, and Seal Bailiff। প্রার্থীরা এই পোস্ট গুলির মধ্যে যেকোনো একটি পোষ্টের জন্য আবেদন করতে পারবে।
মোট শূন্যপদ সংখ্যা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পোস্টের জন্য মোট ৯৯ টি শুন্য পদ ধার্য করা রয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী শূন্য পদ সংখ্যা নীচে দেওয়া হল।
পদের নাম | শূন্যপদ সংখ্যা |
Upper Division Clerk (UDC) | ৯ টি |
Lower Division Clerk (LDC) | ৩৯ টি |
Seal Bailiff | ৩ টি |
Process Server | ৯ টি |
Group D (Peon /Night Guard /Farash) | ৩৯ টি |
আবেদনকারীর বয়সসীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। সেই বয়স ১/১/২০২৪ অনুযায়ী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
১. Upper Division Clerk (UDC) পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
২. Lower Division Clerk (LDC) এবং Seal Bailiff পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য ডিগ্রী করা থাকতে হবে। এছাড়াও যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
৩. Process Server এবং Group D (Peon /Night Guard /Farash) এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যে কোন শিক্ষিত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোন স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বেতন
Upper Division Clerk (UDC) | ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা |
Lower Division Clerk (LDC) | ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা |
Seal Bailiff | ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা |
Process Server | ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা |
Group D (Peon /Night Guard /Farash) | ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা |
আবেদন ফি
১. Upper Division Clerk – SC/ST ছাড়া অন্নান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা এবং SC /ST প্রার্থীদের ৩০০ টাকা করে আবেদন ফী দিতে হবে।
২. Lower Division Clerk – SC/ST ছাড়া অন্নান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ৩০০ টাকা এবং SC /ST প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফী দিতে হবে।
৩. Seal Bailiff – SC/ST ছাড়া অন্নান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ৩০০ টাকা এবং SC /ST প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফী দিতে হবে।
৪. Process Server – SC/ST ছাড়া অন্নান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা এবং SC /ST প্রার্থীদের ১৫০ টাকা করে আবেদন ফী দিতে হবে।
৫. Group-D – SC/ST ছাড়া অন্নান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা এবং SC /ST প্রার্থীদের ১৫০ টাকা করে আবেদন ফী দিতে হবে।
আরও পড়ুন: South Eastern Railway Recruitment 2024: মোট ১২০২ টি শূন্য পদে হবে নিয়োগ
গুরুত্বপূর্ণ সময় সীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২২/৫/২০২৪ তারিখে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪/৫/২০২৪ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হল ২৪/৬/২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
- আবেদনপত্রটি ভালো করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিতে হবে।
- আবেদন ফি অনলাইনে মাধ্যমে জমা করতে হবে।
- সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিজের কাছে একটি আবেদন পত্রের প্রিন্ট আউট রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট | Click Hare |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Here |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।