আধার কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট: এই ভুলটি করলে বন্ধ হতে পারে আপনার কার্ড!

বর্তমানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আধার কার্ড। আর সেই আধার কার্ড আপডেট সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকারের তরফ থেকে। কী সেই বিষয়? সেই নিয়ে আজকের এর প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

Important updates on Aadhaar card

অনেকদিন আগে থেকে বলা হচ্ছে সকলকে আধার কার্ড আপডেট করে নেওয়ার জন্য। কিন্তু এখনো অধিকাংশ লোকই সেই আধার কার্ড আপডেট করেনি। চলতি বছরে ডিসেম্বরের ১৪ তারিখের মধ্যে গ্রাহকদের বিনা খরচে তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবে। এই ডেট শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকদের নির্ধারিত ফী দিয়ে কিন্তু এই কাজ করতে হবে। তাই খুব শীঘ্রই যারা যারা আধার কার্ড এখনো আপডেট করোনি তারা আপডেট করে নাও। আধার কার্ড এডিট করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নির্দিষ্ট ওয়েবসাইটের লগইন করার ব্যবস্থা রেখেছে, যেটি হল myaadhaar.uidai.gov.in

কোন কোন তথ্য আপডেট করা যাবে?

এখনো পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে গ্রাহকরা নাম, ঠিকানা, জন্ম তারিখের মত তথ্য পরিবর্তন করতে পারবে। তবে কার্ডের বায়োমেট্রিক তথ্য যেমন আঙ্গুলের ছাপ এবং চোখের মনির ছাপ এই প্রক্রিয়ার পরিবর্তন করা যাবে না। এই তথ্য পরিবর্তন করতে গেলে তাকে অবশ্যই সরাসরি আধার কেন্দ্রে যেতে হবে। তবে একজন ব্যক্তি জন্মতারিখ এবং লিঙ্গ শুধুমাত্র একবার আপডেট করতে পারবে।

কিভাবে অনলাইনে আপডেট করবেন?

UIDAI এই ওয়েবসাইটে ঢুকে খুব সহজেই আপনারা ঘরে বসেই আধার কার্ড আপডেট করতে পারবেন। তবে এর কিছু ধাপ রয়েছে-

1. সবার প্রথমে myaadhaar ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে।
2. তারপর ‘মাই আধার’ অপশনটি নির্বাচন করতে হবে।
3. তারপর ‘আপডেট ইওর আধার’ অপশন এ ক্লিক করতে হবে।
4. তারপরে প্রয়োজনীয় তথ্য পূরণ করার জন্য ডকুমেন্ট আপডেট অপশনটি নির্বাচন করতে হবে এবং নিজের কাছে থাকা সমর্থনযোগ্য নথি স্ক্যান কপি আপলোড করতে হবে।
5. তারপর ক্যাপচা কোড লিখে দেবো মোবাইলে প্রাপ্তি কি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ হল ১৪ ই ডিসেম্বর ২০২৪।

আধার কার্ড দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। এই কার্ডটি একটি মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে সেটা সরকারি হোক বা বেসরকারি। সেজন্য আধার কার্ডের সমস্ত সঠিক তথ্য থাকাটা গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার কার্ডের কোনরকম ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেই মিল ঠিক করে নিতে হবে খুব তাড়াতাড়ি। তবে গ্রাহকরা কিন্তু বিনামূল্যে সেই ভুল ঠিক করার জন্য সময় পাবে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: