মেধাশ্রী প্রকল্পে পড়াশোনার খরচ দেবে রাজ্য সরকার! কিভাবে আবেদন করবেন, দেখে নিন বিস্তারিত

By Sumi Roy

Updated on:

Medhashree Prakalpa

রাজ্য সরকারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প হল মেধাশ্রী প্রকল্প। এই প্রতিবেদনে এই মেধাশ্রী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

মেধাশ্রী প্রকল্প

রাজ্য সরকার দ্বারা পরিচালিত আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প হল মেধাশ্রী প্রকল্প। মেধাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পটি অন্যান্য প্রকল্প যেমন কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এগুলোর মত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের OBC সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। যাতে তারা কোনরকম আর্থিক অভাব ছাড়াই নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। এর মূল উৎস হল OBC সম্প্রদায়ের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া যাতে তাদের স্কুল ছাড়ার প্রবণতা কমে।

মেধাশ্রী প্রকল্পে কত টাকা দিবে?

মেধাশ্রী স্কলারশিপ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিবছর আর্থিক সাহায্য করা হয়ে থাকে। মেধাশ্রী স্কলারশিপ এর মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের প্রতি বছরে ৮০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটি ক্লাসে একবারই কিন্তু সেই পড়ুয়া স্কলারশিপ পাবে। পরে আবার যখন পরবর্তী শ্রেণীতে উঠবে তখন আবার সেই স্কলারশিপ পাবে।

কারা পাবে মেধাশ্রী স্কলারশিপ?

স্কলারশিপ পেতে হলে পড়ুয়াকে অবশ্যই OBC ক্যাটাগরি অন্তর্ভুক্ত হতে হবে। পড়ুয়া দের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং ছাত্রছাত্রীকে অবশ্যই সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে। এছাড়া আবেদনকারীর পারিবারিক বার্ষিক ২.৫ লক্ষ টাকা কম হতে হবে। তাহলে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তবে সেই পড়ুয়া যদি অন্য কোন সরকারি বা বেসরকারি স্কলারশিপ পায় তাহলে কিন্তু সে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না।

প্রয়োজনীয় নথি

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে পড়ুয়াদের বেশ কিছু ডকুমেন্ট জমা করতে হবে। এক্ষেত্রে কিন্তু OBC সার্টিফিকেট, শিক্ষার্থীর পরিবারে ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, বৈধ মোবাইল নম্বর এবং ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে।

আরও পড়ুন: কন্যাশ্রী এবং রুপশ্রী ছাড়াও ১১,০০০ টাকা পাবেন! দেখে নিন একনজরে

আবেদন পদ্ধতি

  • আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • সবার প্রথমে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে wbmdfcscholarship.in যেতে হবে।
  • তারপর হোম পেজে স্টুডেন্ট এরিয়া ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করতে হবে। তারপর জেলা নির্বাচন করতে হবে।
  • রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে সাবমিট বাটার এ ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
অফিসিয়াল ওয়েবসাইটClick Hare
Toll Free Number1800-120-2130
Official Email-ID[email protected]
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।