ডিসেম্বরে স্কুল-কলেজ বন্ধ, ছুটি উপভোগের জন্য প্রস্তুত? দেখে নিন পুরো হলিডে লিস্ট!

ডিসেম্বর মাস পরতে চলেছে আর এই মাসটা নিয়েই স্কুল পড়ুয়াদের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে থাকে। এই মাসে স্কুল পড়ুয়াদের বিভিন্ন রকম পরীক্ষা হয় এবং এই মাসে শেষে স্কুল পড়ুয়াদের রেজাল্ট দেয়। এবার এই ডিসেম্বর মাসে একাধিক ছুটি থাকছে সকলের। ডিসেম্বর মাসে কত দিন ছুটি থাকবে সেটা জানার জন্য স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলের অভিভাবকরা অপেক্ষায় রয়েছে। আপনিও যদি স্কুলে পড়ুয়া হয়ে থাকেন বা স্কুলে পড়ুয়ার অভিভাবক হয়ে থাকেন তাহলে এই ছুটির তালিকাটি একবার দেখে নেবেন।

School Holiday List December 2024

ছুটির তালিকা প্রকাশ্যে

চলতি বছরে এই নভেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ ছিল স্কুল ও কলেজ প্রায় তিন থেকে চারটে সরকারি ছুটি থাকায় নভেম্বর মাসে সারাদেশে স্কুল গুলিতে ছুটি ছিল। এছাড়া দিল্লি এবং তার আশেপাশে জেলাগুলিতে বায়ু দূষণের কারণে শিশুদের স্কুল প্রায় এক সপ্তাহের বেশি দিন ধরে বন্ধ ছিল। এবার সকলেই অপেক্ষা করে বসে আছে ডিসেম্বর মাসে শীতকালীন ছুটি কতদিন থাকবে।

আরও পড়ুন: UGC-এর নতুন ঘোষণা! আগেই মিলবে গ্রাজুয়েশন ডিগ্রি, জানুন বিস্তারিত

ডিসেম্বর মাসে স্কুল কত দিন বন্ধ থাকবে?

চলতি বছরের ডিসেম্বর মাসে বেশ কয়েকটি ছুটি কিন্তু পাবে সকলে। ডিসেম্বর মাসে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ছুটি থাকে, অনেক রাজ্যে এই ছুটি এক দিনের বেশি হতে পারে। এছাড়া ডিসেম্বরের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ রবিবার সমস্ত স্কুল বন্ধ থাকবে।

বড়দিন ও নববর্ষের দিন দেশ জুড়ে প্রচণ্ড ঠান্ডা থাকে তাই এমন পরিস্থিতি ডিসেম্বরে শেষ থেকে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো কয়েকটি রাজ্যের স্কুলের শীতকালীন ছুটি থাকতে পারে। এছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, বিহার মধ্যপ্রদেশের মতো রাজ্য স্কুলের ১ লা জানুয়ারি থেকে ছুটি থাকতে পারে।

Indrani Sarkar

ইন্দ্রাণীর সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে শিক্ষা এবং পরীক্ষার এডমিট কার্ড বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। ইন্দ্রাণী সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: