SEBI গ্রেড A অফিসার পদে নিয়োগ, একাধিক শূন্যপদে আবেদন করুন শীঘ্রই

By Amit Sarkar

Published on:

SEBI Grade A Officer Recruitment 2024

SEBI Grade A Officer Recruitment 2024: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) অফিসার গ্রেড A (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) – 2024-এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ অফিসার গ্রেড এ স্ট্রীমগুলি হল সাধারণ, আইনি, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা এবং অফিসিয়াল ভাষা। আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে। আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাSecurities and Exchange Board of India (SEBI)
পোস্টের নামAssistant Manager (Grade-A)
শূন্যপদ৯৭ টি
আবেদনের শুরু তারিখ১৩/০৩/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটsebi.gov.in

SEBI গ্রেড A অফিসার নিয়োগ (SEBI Grade A Officer Recruitment 2024)

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-A) পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ৯৭ জনকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি বিজ্ঞপ্তি পড়বেন বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।

পদের নাম (Post Name)

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটি বলা হয়েছে Assistant Manager (Grade-A) পদে নতুন করে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন।

শূন্যপদ (Vacancy)

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ হবার সে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৭ টি শুন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। স্ট্রীম অনুযায়ী শুন্যপদ সংখ্যা নীচে দেওয়া হল।

  • General Stream- ৬২ টি।
  • Legal Stream- ০৫ টি।
  • Information Technology Stream- ২৪ টি।
  • Engineering Electrical Stream- ০২ টি।
  • Engineering Electrical Stream- ০২ টি।
  • Official Language Stream- ০২ টি।

আরও পড়ুন: আদালতে চাকরি করার ইচ্ছা, শীঘ্রই আবেদন করুন

বয়স সীমা (Age Limit)

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

আবেদন মূল্য (Application fee)

  • Gen/ OBC/ EWS (অফেরতযোগ্য) – ₹১১৮০/-.
  • SC/ST/PwBD প্রার্থীদের জন্য – ₹১১৮/-.

বেতন (Salary)

আপনি যদি এখানে আবেদন করে চাকরি পান, তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে আপনার বেতন হবে ৪৪৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

আবেদনকারীদের এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী/ মাস্টার্স ডিগ্রী/ স্নাতকোত্তর ডিপ্লোমা ইত্যাদি পাস করতে হবে।

সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারেন।

প্রার্থী নিয়োগ পদ্ধতি (Selection process)

এই নিয়োগ প্রক্রিয়ায় তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথম ধাপ হল প্রিলিম লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপ হল মেইনস লিখিত পরীক্ষা, এবং তৃতীয় ধাপ হল ইন্টারভিউ।

কিভাবে আবেদন করতে হবে?

  1. এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. সবার আগে sebi.gov.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
  3. সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  4. এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
  5. তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  6. নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন: এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর তারিখ১৩-০৩-২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions)

প্রশ্ন.1 SEBI গ্রেড A অফিসার নিয়োগ প্রক্রিয়া কতটি শূন্য পদ রয়েছে?

উত্তর. এখানে মোট ৯৭ টি শূন্যপদ রয়েছে।

প্রশ্ন.2 SEBI গ্রেড A অফিসার নিয়োগ প্রক্রিয়া আবেদনের শুরুর তারিখ কবে?

উত্তর. আবেদন শুরুর তারিখ ১৩-০৩-২০২৪।

প্রশ্ন.3 SEBI গ্রেড A অফিসার নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা কত হতে হবে?

উত্তর. প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।

Leave a Comment