SSC CHSL Recruitment 2024: স্টাফ সিলেকশন কমিশন ৮ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৭১২টি শূন্য পদে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ ডিটেইলস নিয়ে আজকে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
সুচিপত্র
SSC CHSL Recruitment 2024
স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কর্মী নিয়োগ হওয়ার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৭১২টি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। ইচ্ছুক প্রার্থীরা এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে বয়স কত কি হতে হবে? যোগ্যতা কি কি লাগবে? কতগুলো শূন্যপদ রয়েছে? বেতন কত করে দেবে? এ সমস্ত একাধিক বিষয় জানতে হলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে বুঝে শুনে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পদের নাম
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে পদ গুলির নাম হলো- ডাটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সটিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশনাল ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড- A)।
শূন্য পদের সংখ্যা
স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৭১২ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়সসীমা
SSC অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স কিন্তু ১-৮-২০২৪ তারিখ অনুযায়ী হতে হবে। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। প্রার্থীদের জন্ম তারিখ ০২/৮/১৯৯৭ থেকে ১/৮/২০০৬ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই বিজ্ঞান, বাণিজ্য বা আর্টস স্ট্রিম সহ রাজ্য বা কেন্দ্রীয় যে কোন স্বীকৃত বোর্ড থেকে 12 পাস করা থাকতে হবে।
আরও পড়ুন: NIT Durgapur Recruitment 2024: ৪৩ টি শূন্যপদে প্রফেসর নিয়োগ
বেতন
এসএসসির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু এখানে একাধিক পদে প্রার্থী নিয়োগ করা হবে সেক্ষেত্রে ভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ভিন্ন ভিন্ন বেতন দেওয়া হবে।
- Lower division clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): লেভেল-২ অনুযায়ী বেতন দেয়া হবে প্রতি মাসে ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা পর্যন্ত।
- Data Entry Operator (DEO) – লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা পর্যন্ত এবং লেভেল ৫ অনুযায়ী ২৯২০০ টাকা থেকে ৯২৩০০ টাকা পর্যন্ত।
- Data Entry Operator, Grade A – লেভেল-৪ অনুযায়ী ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা পর্যন্ত।
আবেদন ফি
উপরোক্ত পদে আবেদন করতে চাইলে আবেদনকারীদের ক্যাটাগরি অনুযায়ী অর্থ প্রদান করতে হবে। সেই টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- UR, OBC, EWS আবেদনকারীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে।
- এছাড়া SC, ST, PWBD, মহিলা এবং প্রাক্তন সার্ভিস ম্যানদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে কোন টাকা দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া
SSC CHSL নির্বাচন প্রক্রিয়ায় দুইটি স্তরে পরীক্ষা নেওয়া হবে। উভয় পরীক্ষা কিন্তু কম্পিউটার ভিত্তিক হবে।
- Tier I (Pre)
- Tier II (Mains)
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
এসএসসির অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8-4-2024 তারিখে। আবেদন শুরু হয়েছে ০৮/০৪/২৪ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৭/০৫/২০২৪ পর্যন্ত। আবেদন ফ্রি জমা দেওয়ার লাস্ট ডেট ০৮/০৫/২০২৪। আবেদন পত্রে যদি ভুল থাকে তা ঠিক করার সময় রয়েছে ১০/৫/২০২৪ থেকে ১১/০৫/২০২৪। সম্ভাব্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তারিখ ও রয়েছে, টায়ার 1 পরীক্ষার সম্ভাব্য তারিখ হল জুন -জুলাই ২০২৪।
আরও পড়ুন: CLW Apprentice Recruitment 2024- চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় কর্মী নিয়োগ হবে
আবেদন পদ্ধতি
- সংস্থার অফিসিয়াল ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখে নিতে হবে।
- তারপর আবেদনকারীকে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর লগইন আইডি দিয়ে লগইন করতে হবে।
- তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সম্পন্ন করতে হবে।
- যা যা ডকুমেন্টস চেয়েছে সে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফ্রি অনলাইনে মাধ্যমে জমা করতে হবে।
- নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন Link | » Online Form |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | » Download |
অফিসিয়াল ওয়েবসাইট | » Visit Now |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।