পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। মালদা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা অষ্টম শ্রেণী, মাধ্যমিক গ্রাজুয়েশন, ডিগ্রি অর্জন করে থাকলেই আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত কি হতে হবে, ইত্যাদি বিষয়গুলি।
সুচিপত্র
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হল সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৬ টি। প্রতিটি পদের ক্ষেত্রে শুধুমাত্র ১ টি করে শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে, তাই বিভিন্ন পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ভিন্ন ভিন্ন হতে হবে।
- সুপারিনটেনডেন্ট- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকতে হবে।
- কেয়ারটেকার- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে।
- কুক – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস করতে হবে।
- হেল্পার- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে।
- দারোয়ান- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টমী পাস করতে হবে।
- কর্ম বন্ধু- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টমী পাস করতে হবে।
বয়স সীমা
এক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন
বিভিন্ন পদ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বেতন ও ভিন্ন ভিন্ন দেওয়া হবে।
- সুপারিনটেনডেন্ট- ১৫,০০০ টাকা।
- কেয়ারটেকার- ৯,০০০ টাকা।
- কুক- ৭,০০০ টাকা।
- হেল্পার- ৫,০০০ টাকা।
- দারোয়ান – ৬,০০০ টাকা।
- কর্ম বন্ধু- ৫,০০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ১২/১২/২০২৪।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে প্রার্থীদের সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়া কুক, হেল্পার, দারোয়ান, কর্ম বন্ধু পদের ক্ষেত্রে নির্বাচন শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। সর্বপ্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তার সঙ্গে প্রয়োজনীয় নথি জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা – The Office of the Project Officer- Cum District Welfare Officer Backward Classes Welfare & Tribal Development Malda Cemetery Road Near BT College, PO Malda PS English Bazar, Dist-Malda, Pin- 732101.
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.malda.gov.in |
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।