IIT Kharagpur কর্তৃপক্ষ দিল করা হুঁশিয়ারি। কি সেই হুশিয়ারি? কেনইবা দিলেন হুশিয়ারি? এ সমস্ত একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
কি পদক্ষেপ নিল IIT Kharagpur কর্তৃপক্ষ?
আসলে সমাজে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু অ্যালকোহলের প্রবণতা খুব বেড়ে চলেছে। অনেক সময় তো ক্যাম্পাসের মধ্যে যেকোনো জায়গায় অ্যালকোহল পান করে ধরা পড়েছে অনেকে। এবার IIT Kharagpur কর্তৃপক্ষ কিন্তু এই বিষয় নিয়ে একটি করা পদক্ষেপ নিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছেন। কলেজের ক্যাম্পাসে যদি মদ্যপান করা অবস্থায় ধরা পড়ে তাহলে কিন্তু তাদের জরিমানা হতে পারে এমনকি হতে পারে বহিষ্কারও। তাই এবার IIT Kharagpur কর্তৃপক্ষ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের কার্যত হুঁশিয়ারি দিল। ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের মদ্যপান কোনভাবেই বরদাস্ত করা হবে না আর। তা প্রকাশ করেছে সেই নির্দেশিকায়। ক্যাম্পাসের ভেতরে বা ক্যাম্পাসের বাইরেও যদি মধ্যপান করে ধরা পড়ে তাহলেও কিন্তু তাকে দিতে হতে পারে জরিমানা। মোটকথা ছাত্র-ছাত্রীরা আর মদ্যপান করতে পারবে না।
আরও পড়ুন: এবার পড়ুয়াদের ১২০০০ টাকা করে স্কলারশিপ দেবে সরকার, দেখে নিন বিস্তারিত
ছাত্রদের কি কি শাস্তি দেওয়া হবে?
অ্যালকোহল থেকে পড়ুয়াদের দূরে রাখতে IIT Kharagpur কর্তৃপক্ষ দিল কড়া নির্দেশিকা। দেশের প্রযুক্তির প্রাচীন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এমন নির্দেশিকা কে সাধুবাদ জানিয়েছে সকলে। অনেকের কাছেই এটি একটি ছাত্র-ছাত্রীদের শোধরানোর বৈপ্লবিক প্রচেষ্টা। এবার দেখে নেব যে ছাত্রছাত্রীরা কথা না মানলে তাদের শাস্তি স্বরূপ কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
- যদি ছাত্রছাত্রীরা প্রথমবার মদ্যপান অবস্থায় ধরা পড়ে তাহলে তাদেরকে কিন্তু ৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং তার সঙ্গে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।
- দ্বিতীয়বার যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সেই পড়ুয়ার বাবা-মা তথা অবিভাবককে জানানো হবে।
- এরপরও যদি একই অপরাধ বারবার করতে থাকে তাহলে কিন্তু ওই পড়ুয়াকে IIT ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটি কিন্তু জরিমানার পাশাপাশি একাডেমিক পানিশমেন্ট তথা পড়াশোনার উপরও নেমে আসতে পারে শাস্তি।
- ক্যাম্পাসের বাইরেও যদি মধ্যপান করে ধরা পড়ে এবং সেখানে যদি কোন ঝামেলায় জড়ান সেক্ষেত্রে কিন্তু প্রথমবার তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। এবং সেই পড়ুয়ার বাবা-মাকেও ডেকে পাঠানো হবে। এবং সেই পড়ুয়া কে কথা দিতে হবে যে ভবিষ্যতে সে আর ওই কাজ করবে না।
- দ্বিতীয়বারও যদি সেই পড়ুয়ারা সেম কাজ করে তাহলে কিন্তু তাকে আবার ৫০ হাজার টাকা জরিমানা এবং ডিসি যে শাস্তি দেবে সেই শাস্তি তাকে মাথা পেতে নিতে হবে এতে কিন্তু সেই পড়ুয়াকে বহিষ্কার করা হতে পারে।
এই সমস্ত একাধিক বিষয় কিন্তু পড়ুয়াদের সতর্ক করে দিয়েছে IIT Kharagpur কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত ও নির্দেশিকাকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। এটি কিন্তু খুব ভালো উদ্যোগ।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।