WBPSC Food SI admit card 2024: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ফুড সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রকাশ করেছে। পরীক্ষার তারিখ নিয়ে আগেই বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। এডমিট কার্ড ডাউনলোডের লিংক কোথায় পাবেন? এডমিট কার্ড ডাউনলোড করতে কি কি নথি লাগবে, এ সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন।
সুচিপত্র
সংস্থা | West Bengal Public Service Commission (WBPSC) |
পদের নাম | ফুড সাব ইন্সপেক্টর (SI) |
প্রবেশপত্র প্রকাশিত তারিখ | ০২ মার্চ ২০২৪ |
পরীক্ষার তারিখ | ১৬ মার্চ এবং ১৭ মার্চ ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
ফুড সাব ইন্সপেক্টর অ্যাডমিট কার্ড (WBPSC Food SI Admit Card 2024)
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টর (এসআই) এডমিট কার্ড ডাউনলোড লিংক প্রকাশিত হয়েছে।যারা যারা WB Food SI পরীক্ষা ২০২৪ এর জন্য প্রস্তুতি নিয়েছেন। তাদের জন্য সুখবর হলো WBPSC অফিসিয়াল ওয়েবসাইট এ অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। তারা এবার অতি সহজেই এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড করতে Enrollment No এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে আপনারা নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আর আমাদের এই প্রতিবেদনে আপনি WBPSC Food SI অ্যাডমিট কার্ড এর সরাসরি লিংক এবং অন্যান্য তথ্য পাবেন।
WBPSC Food SI পরীক্ষার তারিখ
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টর (এসআই) অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ফুড সাব ইন্সপেক্টর (এসআই) নির্বাচন পরীক্ষা ১৬ মার্চ এবং ১৭ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। যারা যারা এই পরীক্ষা দেওয়ার জন্য এডমিট কার্ড ডাউনলোড করতে চান তারা সরাসরি আমাদের প্রতিবেদনে নীচের লিংক থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথির মধ্যে এই অ্যাডমিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রয়োজনীয় যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে এবং সঙ্গে অবশ্যই এডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যেতে হবে।
WBPSC Food SI অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর (এসআই) পরীক্ষার অ্যাডমিট কার্ড পেতে নিচের উল্লেখিত সহজ পদক্ষেপ গুলি অনুসরণ করুন।
(১) সবার প্রথমে আপনার web ব্রাউজার খুলুন এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান (psc.wb.gov.in)।
(২) হোমপেজে অ্যাডমিট কার্ড বা WBPSC Food SI অ্যাডমিট কার্ড লিঙ্কটি খুঁজুন এবং সেটিতে ক্লিক করুন।
(৩) যা যা প্রয়োজনীয় বিবরণ চেয়েছে সেগুলি লিখুন।
(৪) সঠিকভাবে প্রয়োজনীয় বিবরণ লেখার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন।
(৫) তারপর আপনি ইচ্ছাকৃতভাবে সুবিধার জন্য আপনার এডমিট কার্ডের একটি প্রিন্ট আউট করে নিতে পারেন।
(৬) সবশেষে প্রবেশপত্রের যে কোন গুরুত্বপূর্ণ নির্দেশিকা গুলি রয়েছে সেগুলি সাবধানে পড়ুন, যেমন পরীক্ষার দিন নির্দেশিকা এবং রিপোর্টিং সময় -এ সমস্ত নোট করুন।
আরও পড়ুন: Aadhaar Card বাতিল? আধারের বিকল্প কার্ড দিবে রাজ্য, মিলবে সব সুযোগ সুবিধা
অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক (Download Link)
অ্যাডমিট কার্ড লিঙ্ক | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions)
প্রশ্ন.(১) WBPSC Food SI পরীক্ষা কবে হবে?
উত্তর. WB Food SI পরীক্ষা ১৬ মার্চ এবং ১৭ মার্চ ২০২৪ তারিখে হবে।
প্রশ্ন.(২) অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয় বিবরণ কি কি?
উত্তর. অ্যাডমিট কার্ডে আপনার রোল নাম্বার, পরীক্ষার স্থান এবং রিপোর্টিং সময় এর মত বিশদ বিবরণ রয়েছে।
প্রশ্ন.(৩) ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কী?
উত্তর. ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট হল psc.wb.gov.in।
ইন্দ্রাণীর সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে পরীক্ষার এডমিট কার্ড বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। ইন্দ্রাণী সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।