আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল আধার কার্ড। বর্তমানে মানুষের আধার কার্ড ছাড়া যে কোন কাজ অসম্পূর্ণ। তাই সকলেরই আধার কার্ড প্রয়োজন। তবে কিছুদিন ধরে কিন্তু চলছে আধার কার্ড আপডেটের কথা। আধার কার্ড সময়মতো আপডেট না করার ফলে অনেকের আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই সকলেরই আধার কার্ড আপডেট করাটা খুবই প্রয়োজনীয়। আধার কার্ড আপডেটের বিষয়ে ভারতের অনন্য সনাক্তকরণ কর্তৃপক্ষ একটি নতুন আদেশ জারি করেছে, সেখানে বলা হয়েছে আপনি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। ১৪ ই সেপ্টেম্বর এর পরে আপনি যদি আধার কার্ড আপডেট করতে চান তখন তাহলে কিন্তু ৫০ টাকা দিতে হবে।
আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা আপনার নাগরিকত্বের প্রমাণ ছাড়াও এটি ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে জমির কাগজ, বাড়ি কেনাবেচা প্রভৃতি ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আধার কার্ড আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ব্যবহারকারীকে ভবিষ্যতে কোনরকম অসুবিধা পড়তে না হয়।
বর্তমানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুবিধা প্রদান করছে। তবে UIDAI বিনামূল্যে শুধুমাত্র ১৪ সেপ্টেম্বর পর্যন্তই আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়েছে। এই সময় সীমা পার হয়ে গেলে কিন্তু আধার কার্ড ধারীদের দিতে হবে টাকা।
আধার কার্ড আপডেট করার জন্য আধার কেন্দ্র এবং পোস্ট অফিসে একটি ফি নেওয়া হচ্ছিল কিন্তু এখন মানুষের সুবিধার কথা ভেবে UIDAI বিনামূল্যে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করার সুবিধা প্রদান করছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
কিভাবে আধার কার্ড আপডেট করবেন
বর্তমানে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করে দিয়েছে। আপনার আধার কার্ডটি যদি ১০ বছরের পুরনো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আধার কার্ডটি আপডেট করতে হবে। ১০ বছরের পুরনো আধার কার্ড যদি আপনি সময় মতন আপডেট না করেন তাহলে পরবর্তী সময়ে আপনি অসুবিধায় পড়তে পারেন। আধার কার্ড আপডেট অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই আপডেট করা যায়।
আপনি যদি বাড়িতে বসে আপনার আধার কার্ড আপডেট করতে চান তাহলে আপনাকে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করতে হবে। এর জন্য আপনাকে সবার প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রদত্ত নির্দেশাগুলি অনুসরণ করতে হবে এর পাশাপাশি আপনি আধার কেন্দ্রে গিয়ে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। আধার কেন্দ্র বা পোস্ট অফিসে আধার কার্ড আপডেটের জন্য কোনরকম ফি নেওয়া হবে না।
আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে iPhone 16, প্রকাশ হয়েছে এই ফোনের ডিজাইন
আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া
১. আধার কার্ড আপডেট করার জন্য সবার প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনার ভাষা বিকল্পে ক্লিক করতে হবে এবং স্কিনে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলবে।
2. তারপর হোমপেজে আধার আপডেট বিকল্পে ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা এন্ড চেক টেটাস বিকল্পে’ ক্লিক করতে হবে।
3. তারপরে লগইন বাটনে ক্লিক করে আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কার্ড পূরণ করে ওটিপিতে ক্লিক করতে হবে তারপর নিজের মোবাইল নাম্বার একটি OTP আসবে সেই OTP যথাস্থানে দিতে হবে।
4. তারপর ডকুমেন্টস আপডেট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আধার কার্ডের সাথে সম্পর্কিত সমস্ত বিবরণ আপনার সামনে উপস্থিত হবে এবং এই নথিগুলোর মধ্যে যেকোনো একটি যোগ করতে হবে যা আপনার অবশ্যই আপলোড করা উচিত।
5. তারপর আপনার বৈধ নথি আপলোড করার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার আধার আপডেট হতে প্রায় এক সপ্তাহের মত সময় লাগবে।
সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।