IPS Officer হতে চান? দেখে নিন শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, শারীরিক যোগ্যতা বিস্তারিত

বর্তমানে অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে একটি সরকারি চাকরি করার। তবে তার মধ্যে যে চাকরিটা সবাই করতে চায় ছোট থেকেই, তা হল বড় হয়ে IPS Officer হবার। এই IPS হওয়ার স্বপ্ন লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের মনে ঘোরাফেরা করতে থাকে। ছাত্র বা ছাত্রীর প্রয়োজন ধৈর্য এবং স্বপ্ন পূরণের ইচ্ছা শক্তি তাহলেই তারা  IPS Officer হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। একজন IPS Officer হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, এবং অফিসারের দায়িত্ব কি কি, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়গুলো আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

IPS এর Full Form কি?

IPS এর full form বা পূর্ণরূপ হল Indian Police Service বা বাংলায় বলা হয় ভারতীয় পুলিশ পরিষেবা।

IPS Officer বিভিন্ন পদ

IPS অফিসারের মধ্যে বিভিন্ন পদ হয়ে থাকে। সেগুলি হল-

  • Inspector General of Police (IGP)
  • Additional Superintendent of Police (ASP)
  • Superintendent of Police (SP)
  • Director General of Police (DGP) ইত্যাদি।

কিভাবে IPS অফিসার হবেন?

প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ মাসে UPSC এর মাধ্যমে IPS পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ শুরু হয় l লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয় তবে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই কিন্তু নির্বাচিত হয়।

শিক্ষাগত যোগ্যতা

IPS অফিসার পদের জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং UPSC এর মাধ্যমে IPS পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া B.Com, B.Sc, BCA, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে।

বয়স সীমা

সাধারণ শ্রেণীর প্রার্থীরা ২১ থেকে ৩২ বছর বয়সের মধ্যে IPS অফিসার হতে পারবে। এছাড়া OBC শ্রেণির প্রার্থীরা ২১ থেকে ৩৫ বছর এবং SC, ST শ্রেণীর প্রার্থীরা ২১ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে হতে পারবে।

আরও পড়ুন: বিমানবন্দরে Apprentice পদে নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ১৩৫ টি

চোখের দৃষ্টিশক্তি

সাধারণ চোখের দৃষ্টি শক্তি হতে হবে 6/6 বা 6/9 এবং দুর্বল চোখের ক্ষেত্রে 6/12 বা 6/9 হওয়া বাধ্যতামূলক।

শারীরিক যোগ্যতা

মহিলা- জেনারেল প্রার্থীদের উচ্চতা ১৫০ CM হতে হবে, এবং SC, ST ক্যাটাগরির প্রার্থীদের উচ্চতা ১৪৫ CM হতে হবে।

পুরুষ- জেনারেল প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার হতে হবে এবং SC, ST ক্যাটাগরির প্রার্থীদের উচ্চতা ১৬০ সেন্টিমিটার হতে হবে।

বুকের ছাতি

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে ৮৪ সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে ৭৯ সেন্টিমিটার।

বেতন

একজন IPS অফিসারের বেতন পোস্ট এবং র‍্যাঙ্ক অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সে ক্ষেত্রে তারা প্রতি মাসে বেতন পায় ৫৬,১০০ টাকা থেকে ২,২৫,০০০ টাকার মধ্যে।

নিয়োগ পদ্ধতি

IPS অফিসার হতে হলে প্রার্থীদের তিনটি পরীক্ষায় পাশ করতে হয়। এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ হয়, তিনটি পরীক্ষা হল- প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, এবং সবশেষে ইন্টারভিউ।

আরও পড়ুন: ITBP কনস্টেবল (Driver) পদে নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় করা যাবে আবেদন

পরীক্ষার নম্বর

  • প্রিলিমিনারি পরীক্ষা ৪০০ নম্বরের MCQ ভিত্তিক হয়। যেখানে জেনারেল স্টাডিজের দুটি পেপার থাকে প্রতিটি ২০০ নম্বরের।
  • মেন পরীক্ষা ১৭৫০ নম্বরের হয়। যার মধ্যে মোট ৯ টি পেপার থাকে। এর মধ্যে দুটি কোয়ালিফাইং পেপার ৬০০ নম্বর, পাঁচটি জেনারেল স্টাডিস পেপার, এবং দুটি কম্পালসারি পেপার থাকে।
  • ইন্টারভিউ নেওয়া হয় ২৭৫ নম্বরের। ইন্টারভিউ নেওয়া হয় ৪৫ মিনিট ধরে এবং প্রশ্নকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে।
  • মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে মোট নম্বর হলো ২০২৫।

একজন IPS অফিসারের দায়িত্ব এবং কাজ কি?

  • প্রধান কাজ হল আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করা।
  • অপরাধীদের গ্রেপ্তার করা, মাদক চক্র ধরা, নারী পাচার আটকানো, ও মাওবাদী দমন সহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে।
  • অভিজ্ঞ IPS অফিসারদের CBI, RAW, IB এর মত বিভিন্ন সংস্থায় নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়ে থাকে।

আইপিএস অফিসারের ট্রেনিং কোথায় দেওয়া হয়?

নির্বাচিত প্রার্থীদের লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক একাডেমিতে ছয় মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। তারপর হায়দ্রাবাদের সরদার বল্লভ ভাই প্যাটেল পুলিশ একাডেমিতে আইন ও বিচার বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • সাধারণ বিভাগের প্রার্থীরা UPSC পরীক্ষা ৬ বার দিতে পারবে। OBC  প্রার্থীরা ৯ বার দিতে পারবে, এছাড়া SC , ST প্রার্থীদের ক্ষেত্রে এই ধরনের কোন নিয়ম নেই।
  • এক্ষেত্রে ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়। তবে ইংরেজি পেপার এর ক্ষেত্রে প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজিতেই তৈরি করা হয়।
  • ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবে।

কৌশিকের সংবাদ জগতে চার বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি শিক্ষা বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। কৌশিক সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: