ভারতীয় রেলের মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, গ্রুপ C ও D পদে হবে নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Railway Group D Vacancy 2024: বর্তমানে প্রায় প্রতিনিয়তই কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেই রকমই আবারও ইস্টার্ন রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে দীর্ঘ ভারতে যে কোন জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাবে। যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাশের ভালো চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত খুশির খবর। তবে এই ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এবার দেখে নেব এ ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে? আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত দেবে? ইত্যাদি বিষয়।

পদের নাম ও শুন্য পদ সংখ্যা

এখানে যে পদে নিয়োগ করা হবে প্রার্থীদের সে পদের নাম হল গ্রুপ C ও গ্রুপ D। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১১ টি।

আবেদনকারীর বয়সসীমা

উপরোক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের ১/১/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করবেন ভাবছেন তাদের ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/যেকোনো ট্রেডে আইটিআই ডিগ্রী করা থাকতে হবে। প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে দেখে শুনে বুঝে নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আবেদন মূল্য

  • জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থী- Rs. ৫০০ টাকা।
  • SC/ST/মহিলা প্রার্থী – Rs. ২৫০ টাকা।
  • (শুধুমাত্র CBT-তে উপস্থিত প্রার্থীরা তাদের পরীক্ষার ফি ফেরত পাবেন। Gen/OBC/EWS প্রার্থীদের ৪০০ টাকা এবং SC/ST/ মহিলা/ESM প্রার্থীরা ২৫০ টাকা ফেরত পাবে।)
  • পেমেন্ট মোড- অনলাইন।

নিয়োগ প্রক্রিয়া

এক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও মেরিট লিস্টের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরু তারিখ হল ১২/১০/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১১/১১/২০২৪।

আবেদন পদ্ধতি

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: