AAI Apprentice Recruitment 2024: আবারো চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। Airports Authority of India (AAI) পক্ষ থেকে আবারো একটি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত তথা পচ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। প্রার্থীরা মুলত স্নাতক, ডিপ্লোমা ও ITI ডিগ্রি অর্জন করে থাকলেই আবেদন করতে পারবেন। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
AAI Apprentice পদে নিয়োগ (AAI Apprentice Recruitment 2024)
নিয়োগ সংস্থা | Airports Authority of India (AAI) |
পোস্টের নাম | Graduate, Diploma & ITI Apprentice |
মোট শূন্যপদ | ১৩৫ টি |
বেতন | ৯,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা |
আবেদনের শেষ তারিখ | ৩১/১০/২০২৪ |
পদের নাম ও শূন্য পদ সংখ্যা- Airports Authority of India (AAI) পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১৩৫ টি। ১৩৫ টি শূন্য পদ সংখ্যার মধ্যে Graduate Apprentice পদের ক্ষেত্রে রয়েছে ৪৫ টি শূন্য পদ, Diploma Apprentice পদের ক্ষেত্রে ৫০ টি শূন্য পদ, ITI Trade Apprentice পদের জন্য ৪০ টি শূন্য পদ রয়েছে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে Graduate and Diploma Apprentice পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের AICTE দ্বারা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া ITI Trade Apprentice পদের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ITI ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice পদে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে বয়স হতে হবে।সেই বয়স ৩১/৭/২০২৪ অনুযায়ী হতে হবে।
মাসিক বেতন- এক্ষেত্রে উপরোক্ত পদ গুলিতে আবেদন করে কোন প্রার্থী যদি চাকরি পায়, তাহলে প্রতি মাসে তারা বেতন ৯,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে পাবে।
নিয়োগ পদ্ধতি- প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মার্কস দেখে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানানো হবে। ইন্টারভিউতে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ- আবেদনের শেষ তারিখ হলো ৩১-১০-২০২৪।
আরও পড়ুন: ITBP কনস্টেবল (Driver) পদে নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় করা যাবে আবেদন
আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অনলাইন আবেদন লিঙ্ক | Click Here |
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।