B.Ed Result 2024- বেরিয়ে গেল বিএড পরীক্ষার রেজাল্ট, দেখুন কিভাবে চেক করবেন ফলাফল

B.Ed Result 2024- B.Ed অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন কোর্সের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ দুপুর ২:৩০ মিনিটে বাবা সাহেব আহমেদের এডুকেশন ইউনিভার্সিটি তরফ থেকে বিএড পরীক্ষার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। তারা এবার অতি সহজে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বাড়িতে বসেই নিজেদের ফোনে অথবা কম্পিউটারে ফলাফল চেক করে নিতে পারবেন। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজে না পান আমাদের প্রতিবেদনে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে এখানে এসেও আপনারা নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারেন।

সংক্ষিপ্ত বিবরণ

বিশ্ববিদ্যালয়ের নামBaba Saheb Ambedkar Education University (BSAEU)
কোর্সের নামBEd 2nd Semester
ফলাফল ঘোষণার তারিখ২২.০৩.২০২৪ দুপুর ২.৩০ টায়
অফিশিয়াল ওয়েবসাইটbsaeu.in

BSAEU 2nd Semester B.Ed Result 2024

সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি তরফ থেকে বিএড পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। পরীক্ষা দেওয়ার পর অনেকদিন ধরেই প্রায় পরীক্ষার্থীরা অপেক্ষা করে বসে ছিলেন ফলাফলের জন্য। তাদের জন্য সুখবর।যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে ছিলেন তারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে থেকে বি এড পরীক্ষার ফলাফল চেক করে নিতে পারবেন। কিভাবে আপনারা এই রেজাল্ট চেক করবেন সে সমস্ত তথ্যই আমাদের এই প্রতিবেদনে বলা হয়েছে তাই সকল পরীক্ষার্থীরা মন দিয়ে আজকের প্রতিবেদনটি পড়বেন।

ইউনিভার্সিটি তরফ থেকে বিস্তারিত পিডিএফ এর আকারে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই রেজাল্টে বলা হয়েছে কোন কোন পরীক্ষার্থীরা পাশ করেছে এবং কারা অকৃতকার্য হয়েছে। সবার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সবই পিডিএফ এ উল্লেখ করা রয়েছে। এ সমস্ত তথ্য নিয়ে রেজাল্ট চেক করতে বসবেন। গোটা pdf কি ৩৩২ পৃষ্ঠার। তাই পড়ুয়াদের বলব সবাই নিজেদের রেজাল্ট তাড়াতাড়ি চেক করে নিন।

আরও পড়ুন: WBPSC Food SI Cut OFF Marks 2024, দেখুন কত নম্বর পেলে আপনি পাস করবেন

B.Ed 2nd Semester Result চেক করবেন কিভাবে?

  • যে সকল পরীক্ষার্থীরা বিএড সেকেন্ড সেমিস্টার এর পরীক্ষা দিয়েছিলেন এবং ফলাফল চেক করতে চান তারা প্রথমেই ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।
  • ওয়েবসাইটের হোম পেজেই বিএড এর দ্বিতীয় সেমিস্টারের ফলাফলের লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করুন।
  • লিংকে ক্লিক করার পর পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন।
  • রেজাল্টটি ডাউনলোড করে নিন এবং নিজের পরীক্ষার ফলাফল কেমন হয়েছে, আপনি পাস করেছেন কিনা দেখে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

রেজাল্টের পিডিএফটিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইট@bsaeu.in
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: