Aadhaar Card: বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শোনা যাচ্ছে সাধারণ মানুষের আধার কার্ড বাতিলের খবর। আর এই নিয়ে চিন্তা রাজ্যজুড়ে। আচমকায় বাড়িতে চিঠি চলে আসছে ‘আপনি নাগরিক নন’ আপনার আধার কার্ড ডিএক্টিভেট ( Aadhaar Card Deactivated) করা হলো। অভিযোগ থাকলে রাচী অফিসে যোগাযোগ করুন।
আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা নেমে এসেছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের চিন্তা দূর করতে আসরে নামলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্র NRC চালু করতে চাইছে আর তার আগেই ভয় বাড়াতে বাংলার মানুষের আধার কার্ড বাতিল করছে।
মমতা ব্যানার্জি জানান, আধার কার্ড বাতিল নিয়ে ঘাবড়াবেন না, আধার কার্ড বাতিল হলেও নতুন কার্ড দেবে পশ্চিমবঙ্গ সরকার। সেই কার্ডের মাধ্যমে সব সুযোগ সুবিধা পাবেন আপনারা। এমনকি সেই সাথে সাথে রাতারাতি পোর্টালও চালু করলেন রাজ্য সরকার। ফলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের কার্যত আধার কার্ডের দিন শেষ আধার কার্ডের জায়গায় স্থান পেতে চলেছে নতুন একটি কার্ড। এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
সুচিপত্র
আধার কার্ডের প্রয়োজনীয়তা
ভারতের বর্তমানে আধার কার্ডের প্রয়োজনীয়তা সব থেকে বেশি। কারণ সমস্ত অফিসিয়াল কাছ থেকে শুরু করে স্কুল কলেজ চাকরির ক্ষেত্রে হোটেল বুকিং এবং ব্যাংকিং ক্ষেত্রে এমনকি সরকারি পরিষেবার জন্যও আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়েছে কয়েক বছর ধরে।
ভোটার আইডি কার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে এই আধার কার্ড। কারণ রেশন, মোবাইল কানেকশন ,ব্যাংকিং ইত্যাদি জায়গায় এবং অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশন হিসেবে আঁধার দেখানো বাধ্যতামূলক।
তবে এবার পশ্চিমবঙ্গ রাজ্যে সেই আধার কার্ডের জায়গা নিতে চলেছে একটি নতুন কার্ড। কারো যদি আধার কার্ড বাতিল হয়ে যায় তবে সমস্যায় পড়বেন কোটি কোটি মানুষ তাই রাজ্যের মানুষের কথা চিন্তা করে আগামী দিনে নতুন কার্ড নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।
আধার কার্ড ডিএক্টিভেট (Deactivate)
বিভিন্ন জায়গায় মানুষের আধার কার্ড বাতিলের চিঠি বাড়িতে পৌঁছে যাচ্ছে সেখানে লেখা রয়েছে আপনার আধার কার্ড ডিএক্টিভেট করা হলো। আপনি আর নাগরিক নন। এর ফলে বহু সাধারন মানুষ চিন্তিত হয়ে পড়েছেন কারণ আধার কার্ড ছাড়া সব অন্ধকার।সাহায্য দিতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করতে চলেছে নতুন একটি কার্ড। আধার বাতিলের জন্য চারিদিকে প্রচার শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে ২৮ এ ধারা অবলম্বনে নোটিশ জারি করা হয়েছে তবে এ নিয়ে চিন্তা রয়েছেন বাসিন্দারা।
রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন যে যাদের আধার কার্ড বাতিল হচ্ছে সেই ব্যক্তি অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রী একটি পোর্টাল চালু করবেন। যে ব্যক্তি সেই পোর্টালে অভিযোগ জানাবেন তাদের আধার সংক্রান্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবে।
রাজ্য সরকার নবান্ন থেকেই ঘোষণা করেন যে কেন্দ্র সরকার আধার কার্ড বাতিল করলেও রাজ্য সরকার গরিব মানুষদের পাশে সবসময় আছেন। তারা যেন রেশন সামগ্রী ঠিকঠাকভাবে পান সেদিকে নজর রাখবেন তিনি।
আরও পড়ুন: WBCSC SET Result 2024: সেট পরীক্ষার ফল প্রকাশ করল WBCSC
আধার কার্ড বাতিলের কারণ
আসলে কেন্দ্র সরকার আধার লিঙ্ক করানোর কথা ও আধার আপডেট করানোর কথা অনেক বছর আগে থেকেই বলছেন। কারণ দশ বছর অন্তর প্রত্যেক ব্যক্তির আধার আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। এর বিশেষ কারণ কোন ব্যক্তির ঠিকানা ফোন নাম্বার মুখের ছবি বা বায়োমেট্রিক পরিবর্তন হলে সেটা আঁধারে আপডেট করা প্রয়োজন।
এখনও পর্যন্ত অনেক ব্যক্তি সেই আপডেটটি করেননি। তাই UIDAI থেকে প্রায় ৩০ লাখ ব্যক্তির বাড়ি আধার বাতিলের চিঠি পাঠিয়েছে। এখনো জানা যাচ্ছে প্রায় ৫০ কোটি মানুষের আঁধার আপডেট করা হয়নি তাই ২০১৬ এর ২৮ এ নিয়ম অনুযায়ী আধার বাতিল করা হচ্ছে।
নতুন কার্ডের সুবিধা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারন মানুষদের কথা চিন্তা করে বিকল্প কার্ডের ব্যবস্থা করার কথা দিয়েছেন। সেই কার্ড আধার কার্ডের স্থান দখল করবে। তিনি জানিয়েছেন নতুন কার্ডের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব সুবিধা পাওয়া যাবে। এর ফলে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা একটু আশ্বস্ত হয়েছে।
সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।
Comments are closed.