সেন্ট্রাল ব্যাংকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ! দেখে নিন আবেদন পদ্ধতি – Central Bank Of India Recruitment 2024

যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন ব্যাংকের চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতে যে কোন জেলা থেকে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা রয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

Central Bank Of India Recruitment 2024 (পদের নাম ও শুন্য পদ সংখ্যা)

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আলাদা আলাদা বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে যেমন রয়েছে ডিজাইন, ডেভলপার Java , ডেভলপার COBOL, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, IT সিকিউরিটি সহ বিভিন্ন পদ। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৫৩ টি। যার মধ্যে SC ক্যাটাগরিদের জন্য রয়েছে ৩৭ টি শূন্য পদ, ST ক্যাটাগরিদের জন্য রয়েছে ১৮ টি শূন্য পদ, OBC ক্যাটাগরিদের জন্য রয়েছে ৬৮ টি শূন্য পদ, EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ২৫ টি শূন্য পদ, এবং Gen ক্যাটেগরির প্রার্থীদের জন্য রয়েছে ১০৫ টি শূন্য পদ।

বয়স সীমা

  • Scale I পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • Scale II পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বনিম্ন ২৭ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • Scale III পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • Scale IV পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ৩৪ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা ব্যাচেলার ডিগ্রী, মাস্টার ডিগ্রি, B.E/B. Tech, MCA প্রভৃতি ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই বলব তোমরা যে পদের জন্য আবেদন করতে চাইছো সে পদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে তা অফিশিয়াল নোটিফিকেশন থেকে ভালো করে দেখে নিয়ে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

আবেদন মূল্য

  • Gen /OBC /EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫০ টাকা+GST দিতে হবে।
  • SC/ST/Female/PWD ক্যাটেগরির প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ১৭৫ টাকা +GST দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

এক্ষেত্রে আবেদনকারীদের অনলাইন প্লাটফর্ম পরীক্ষা, ব্যক্তিগত সাক্ষাৎকার, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো ১৮-১১-২০২৪, অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ৩-১২-২০২৪, অনলাইন পরীক্ষার তারিখ রয়েছে ১৪-১২-২০২৪, সম্ভাব্য ইন্টারভিউ এর তারিখ হল ২০২৫ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ।

মাসিক বেতন

  • Chief Manager (Scale IV)- বছরে ৩৫.২৭ লাখ।
  • Senior Manager (Scale III) – বছরে ২৯.১৭ লাখ।
  • Manager (Scale II)- বছরে ২৩.৫৪ লাখ।
  • Assistant Manager (Scale I)- বছরে ১৯.৩৮ লাখ।

চাকরির স্থান

Mumbai/Navi Mumbai/Hyderabad.

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে এপ্লাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগইন আইডি দিয়ে লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

Online Application Form Click Here
Official Notification Click Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: