HS Mathematics Question Paper 2024: যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে ২০২৪ সাল এর অংক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ এর অংক পরীক্ষার প্রশ্নপত্র দেখে ২০২৫ সালে যারা পরীক্ষা দেবে, তোমাদের মনে পরীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। কোথা থেকে প্রশ্ন আসে? কি রকম প্রশ্ন আসে? কত নম্বরের প্রশ্ন আসে? এ সমস্ত বিষয়ে তোমরা অবগত হবে।
বোর্ডের নাম | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ |
পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক |
বিষয়ের নাম | গণিত |
পরীক্ষার তারিখ | ২৭-ফেব্রুয়ারি-২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |
HS Mathematics Question Paper 2024 (উচ্চ মাধ্যমিকে গণিত প্রশ্নপত্র PDF)
আগত পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই বিগত বছরের প্রশ্নপত্র গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ তোমাদের মনে স্বচ্ছ ধারণার জন্য কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র খুবই প্রয়োজনীয়। এই প্রতিবেদনের নিচে আমরা সরাসরি ২০২৪ সাল এর অংক প্রশ্নপত্র ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা খুব সহজেই প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারবে। আমরা আশা করছি যে এতে তোমরা উপকৃত হবে।
আরও পড়ুন: HS Education Question Paper 2024 PDF
উচ্চ মাধ্যমিকে গণিত প্রশ্নপত্র 2024 | Download PDF |
কৌশিকের সংবাদ জগতে চার বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি শিক্ষা বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। কৌশিক সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।