ITBP কনস্টেবল (Driver) পদে নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় করা যাবে আবেদন

ITBP Driver New Vacancy 2024: আবারো চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন।ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের পক্ষ থেকে আবারো একটি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জায়গা থেকে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ নিয়োগ (ITBP Driver New Vacancy 2024)

নিয়োগ সংস্থাIndo-Tibetan Border Police Force (ITBP)
পোস্টের নামConstable (Driver)
মোট শূন্যপদ৫৪৫ টি
বেতন২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা
আবেদনের শেষ তারিখ৬/১১/২০২৪

পদের নাম ও শূন্য পদ সংখ্যা- ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কনস্টেবল (Driver) পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫৪৫ টি। ৫৪৫ টি শূন্য পদ সংখ্যার মধ্যে UR ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ২০৯ টি শূন্য পদ, SC দের ক্ষেত্রে ৭৭ টি শূন্য পদ, ST দের জন্য ৪০ টি শূন্য পদ, OBC দের জন্য রয়েছে ১৬৪ টি শুন্য পদ এবং EWS ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ৫৫ টি শূন্য পদ।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বয়স সীমা- সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল (Driver) পদের ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।

আরও পড়ুন: India Post Payment Bank Vacancy 2024: মোট শুন্য পদ ৩৪৪ টি

মাসিক বেতন- এক্ষেত্রে উপরোক্ত পদ গুলিতে আবেদন করে কোন প্রার্থী যদি চাকরি পায়, তাহলে প্রতি মাসে তারা বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে পাবে।

আবেদন মূল্য- Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। SC, ST, Ex Servicemen, প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ প্রক্রিয়া শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক মান পরীক্ষা (PST), লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ, ব্যবহারিক দক্ষতা পরীক্ষা, বিস্তারিত মেডিকেল পরীক্ষা (DME) এবং পর্যালোচনা মেডিকেল পরীক্ষার (RME) মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ- আবেদনের শুরু তারিখ হলো ৮-১০-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ৬-১১-২০২৪।

আবেদন পদ্ধতি- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপরে অ্যাপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন মূল্যে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কClick Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: