NEET Admit Card 2024: অবশেষে NEET এডমিট কার্ড ২০২৪ আজ অর্থাৎ ২ রা মে প্রকাশিত হল। যে সমস্ত পরীক্ষার্থীরা NEET 2024 এর জন্য যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে জমা দিয়েছিলেন তাদের অপেক্ষার পর অবশেষে এডমিট কার্ড প্রকাশিত হলো। তারা এখন নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে পারবে। আমাদের এই প্রতিবেদনে আমরা সরাসরি এডমিট কার্ড লিঙ্ক প্রদান করে দিয়েছি সেখান থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
পরীক্ষার নাম | NEET (UG) |
প্রবেশপত্র প্রকাশিত তারিখ | May 2, 2024 |
পরীক্ষার তারিখ | May 5, 2024 |
অফিসিয়াল ওয়েবসাইট | neet.nta.nic.in |
NEET Admit Card 2024
NEET এডমিট কার্ড ডাউনলোড লিংক প্রকাশিত হয়েছে।প্রার্থীরা যারা যারা রয়েছেন তারা NEET (UG) পরীক্ষা ২০২৪ এর জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য সুখবর হলো NEET অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। তারা এবার অতি সহজেই এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড করতে এপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করে আপনারা নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আর আমাদের এই প্রতিবেদনে অ্যাডমিট কার্ড এর সরাসরি লিংক পাবেন।
কীভাবে NEET 2024 অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- সবার প্রথমে NTA অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যান।
- হোমপেজে NEET 2024 admit card লিঙ্কটি খুঁজুন এবং সেটিতে ক্লিক করুন।
- আপনার এপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ সেগুলি দিন।
- সঠিকভাবে প্রয়োজনীয় বিবরণ লেখার পর Submit বাটনে ক্লিক করুন।
- তারপর আপনি ইচ্ছাকৃতভাবে সুবিধার জন্য আপনার এডমিট কার্ডের একটি প্রিন্ট আউট করে নিতে পারেন।
- সবশেষে প্রবেশপত্রের যে কোন গুরুত্বপূর্ণ নির্দেশিকা গুলি রয়েছে সেগুলি সাবধানে পড়ুন, যেমন পরীক্ষার দিন নির্দেশিকা এবং রিপোর্টিং সময় এ সমস্ত নোট করুন।
NEET Admit Card 2024 Download Link
NEET Admit Card 2024 | Download Here |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
ইন্দ্রাণীর সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে পরীক্ষার এডমিট কার্ড বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। ইন্দ্রাণী সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।