আমাদের বিভিন্ন ডকুমেন্টস গুলির মধ্যে আরেকটি প্রয়োজনীয় ডকুমেন্টস হল প্যান কার্ড। একটি প্যান বা পার্মানেন্ট একাউন্ট নম্বর যে কতটা গুরুত্বপূর্ণ একটি নথি তা আশা করি সকলেই জানেন।
প্যান কার্ড সব থেকে বেশি প্রয়োজন হয় আইকর রিটার্নস ফাইল করার জন্য। প্যান কার্ডে রয়েছে দশটি সংখ্যা যা ভারতীয় আয় কর বিভাগ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে যাকে আলফানিউমেরিক নম্বর বলে।
কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের প্যান কার্ড হারিয়ে যায়। যদি আপনারা বা আপনার পরিচিত কারো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে চিন্তা করার কোন ব্যাপার নেই। প্যান কার্ড হারিয়ে গেলে সেই প্যান কার্ড আবার অনলাইন বা অফলাইনের মাধ্যমে ডুপ্লিকেট প্যানের জন্য আবেদন করলে পাওয়া যায়।
তবে একটি কথা সবসময় মনে রাখবেন এই গুরুত্বপূর্ণ নথি যদি চুরি হয় বা কোন কারনে হারিয়ে যায় তাহলে অবশ্যই বিষয়টি থানায় অভিযোগ আকারে নথিবদ্ধ করতে হবে। এফআইআর এর কপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ আপনার কার্ডটি কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে তার জন্যই এফআইআর করা।
ডুপ্লিকেট প্যান কার্ড এর আবেদন পদ্ধতি
- প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট TIN-NSDL এ যেতে হবে।
- তারপর অ্যাপ্লিকেশন টাইপ হিসেবে নির্বাচন করে নিতে হবে ‘Change or correction in existing PAN data/ Reprint of PAN card (No Changes in existing PAN data)’।
- তারপর নির্দিষ্ট স্থানে নিজের জন্মতারিখ নাম এবং তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
- একটি নম্বর তৈরি হবে তার আবেদনকারী রেজিস্টার ইমেইলে পাঠানো হবে।
- তারপরে পার্সোনাল ডিটেলস এর সব তথ্য দিতে হবে।
- ডুপ্লিকেট প্যান কার্ড পেতে চাইলে নিজের বৈধ ইমেইল আইডিতে দিতে হবে।
- যোগাযোগের তথ্য এবং নথির বিবরণ সহ সঠিকভাবে ফর্মটি পূরণ করে আবেদন করতে হবে।
- নির্দিষ্ট অর্থ প্রদান করার হলে এটি নতুন পেজে নিয়ে যাবে ওয়েবসাইটটি সেখানে একনলেজমেন্ট রিসিভ পাওয়া যাবে এই রিসিট পাওয়ার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই নতুন কার্ড হাতে পাওয়া যাবে।
সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।