WB Madhyamik Toppers List 2024, এক নজর দেখে নিন মাধ্যমিক ফলাফলের শীর্ষ তালিকা

WB Madhyamik Toppers List 2024: পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আজ ২ রা মে সকাল ৯ঃ০০ টায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফল অনুযায়ী এবার প্রথম স্থান দখল করে রয়েছে চন্দ্রচুর সেন নামে এক ছাত্র। যে ৯৯% নম্বর নিয়ে পাস করে প্রথম স্থান দখল করেছে।

এবারের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। প্রচুর পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯১২৫৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০৩৯০০ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬৪২৫২ জন।

WB Madhyamik Toppers List 2024

এবারের পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় ১ থেকে ১০ নম্বরের মধ্যে রয়েছে ৫৭ জন। এই ৫৭ জন শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও মেধা দিয়ে নিজেদের নাম প্রথম ১০ জনের মধ্যে আনতে পেরেছে। আমাদের এই ডেলি খবর বাংলা ওয়েবসাইটের পক্ষ থেকে সমস্ত সফল হওয়া ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। এবারে আমরা দেখে নেব কোন কোন পরীক্ষার্থী কত নম্বর নিয়ে ১০ রাঙ্কের মধ্যে রয়েছে।

এ বছরের মাধ্যমিক টপারদের তালিকায় সেরা দশের মধ্যে নাম উঠিয়েছে ৫৭ জন। তাদের মধ্যে প্রথম স্থান দখল করে রয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে চন্দ্রচূর সেন। যার প্রাপ্ত নম্বর হলো ৬৯৩ (৯৯%)। এবার আমরা দেখে নেব প্রথম থেকে পঞ্চম স্থান অব্দি কাদের কাদের নাম রয়েছে।

  • প্রথম হয়েছে একজন যার নাম চন্দ্রচূর সেন। মাধ্যমিক পরীক্ষার মোট ৬৯৩ নম্বর পেয়েছে। তার স্কুলের নাম কোচবিহার রামভোলা হাই স্কুল।
  • দ্বিতীয় স্থানে রয়েছে একজন যার নাম সাম্যপ্রিয়া গুরু। সে মোট ৬৯২ নম্বর পেয়েছে। তার স্কুলের নাম পুরুলিয়া জেলা স্কুল।
  • তৃতীয় স্থানে রয়েছে তিনজন যাদের নাম উদয়ন প্রসাদ, নৈরিত রঞ্জন পাল, পুষ্পিতা বাসুরী। এরা সকলেই ৬৯১ করে নম্বর পেয়েছে। এদের মধ্যে উদয়ন প্রসাদের স্কুলের নাম হল বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর,। নৌরিত রঞ্জন পালের স্কুলের নাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবং পুষ্পিতা বাসুরি বীরভূমের একটি স্কুলে পড়তো।
  • চতুর্থ স্থানে রয়েছে তপজ্যোতি মন্ডল নামে একজন পরীক্ষার্থী। যার প্রাপ্ত নম্বর ৬৯০।
  • পঞ্চম স্থানে রয়েছে অর্ঘ্যাদিপ বসাক। যার প্রাপ্ত নম্বর হলো ৬৮৯। এছাড়া ১০ নম্বরের মেধা তালিকায় কিন্তু রয়েছে ১৮ জনের মতো শিক্ষার্থীর নাম।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, সরাসরি রেজাল্ট লিঙ্ক রয়েছে দেখে নিন

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

কৌশিকের সংবাদ জগতে চার বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি শিক্ষা বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। কৌশিক সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: