আপনাকে গাড়ি কেনার টাকা দিচ্ছে সরকার ! জানুন কিভাবে আবেদন করবেন

সামনেই পুজো আর পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের একটি বড় পদক্ষেপ। ভারতবর্ষের মানুষদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। প্রধানমন্ত্রী সরকার নতুন একটি স্কিম তৈরি করেছে যেখানে গাড়ি কেনার জন্য টাকা দিবে সরকার। কি সেই স্কিম, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেব এই প্রতিবেদন থেকে।

আসলে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ানোর জন্য নতুন একটি ভর্তুকি প্রকল্প চালু করল কেন্দ্র। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ইলেকট্রিক গাড়ির কেনার দিকে আগ্রহ বাড়ানো। তাই বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের জন্য ভর্তুকি দিচ্ছে। যার নাম দেওয়া হয়েছে পিএম ই-ড্রাইভ স্কিম (PM E-Drive Scheme)।

PM E-Drive Scheme 2024

সরকার সাধারণ মানুষের আগ্রহ বাড়াচ্ছে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য। তবে বর্তমানে ভারতের বাজারে বৈদ্যুতিক দুই চাকার গাড়ির চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি তরফ থেকে ভর্তুকিও মিলছে। সেই ভর্তুকি দেওয়ার জন্য চালু হয়েছে নতুন এক প্রকল্প। বর্তমানে ইতিমধ্যে সরকার বৈদ্যুতিক দুই চাকার ভর্তুকি মেয়াদ বাড়িয়েছে আগামী সাত মাসের জন্য।

বর্তমানে যে সকল নাগরিক পেট্রোল এবং ডিজেলের গাড়ি বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি কিনছেন তারাই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এবং এই স্কিমের মাধ্যমে পাবলিকরা কিনতে পারবে বৈদ্যুতিক দুই চাকার গাড়ি পাশাপাশি বৈদ্যুতিক থ্রি হুইলার এবং বৈদ্যুতিক বাস, এমনকি ট্রাক, অ্যাম্বুলেন্স।

কেন্দ্র সরকারের এই পিএম ই-ড্রাইভ স্কিম কার্যকর হয়েছে দুই বছরের জন্য। ফলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে আগামী ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত।

PM E-Drive স্কিমের সুবিধা

এই স্কিমের মাধ্যমে ভারত সরকার বৈদ্যুতিক টু হুইলারের গাড়ির ক্রয়ের ওপরে ১০০০০ টাকা ভর্তুকি দিচ্ছে। বৈদ্যুতিক দুই চাকার ভর্তুকি প্রদানের পরিকল্পনা ৭ মাস বাড়িয়ে আগামী ২৫ সালের মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে সরকার বৈদ্যুতিক থ্রি হুইলার গাড়িতে ৫০০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিত কিন্তু বর্তমানে ২০২৪ সালের এপ্রিল থেকে সেই ভর্তুকির পরিমাণ কমিয়ে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আধার-রেশন কার্ড লিঙ্ক করুন বিনামূল্যে আপনার মোবাইল থেকে, কিভাবে জানুন

কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচডি কুমার স্বামী জানিয়েছেন, 2026 সালের মার্চ মাসের মধ্যে টু হুইলার বিভাগে দশ শতাংশ যানবাহন এবং তিন চাকার বিভাগে ১৫ শতাংশ যানবাহন চালু করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া এও শোনা যাচ্ছে যে দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে এবং স্বচ্ছ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য চার্জিং পরিকাঠামো বাড়াতে হবে বলে ভাবনাচিন্তা চলছে। তবে এক্ষেত্রে এই প্রকল্পের পরিষেবা পেতে গেলে আপনাকে এ প্রকল্পে আবেদন করতে হবে, সেজন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে আপনি আবেদনের যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: