আমাদের “ডেইলি খবর বাংলা” ওয়েবসাইটে প্রতিদিন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেটের খবরগুলি প্রদান করা হয়ে থাকে। প্রতিদিন আলাদা আলাদা করে পোস্টগুলি দেওয়া হয়ে থাকে ফলে অনেকে, অনেক পোস্ট এড়িয়ে যায়। এজন্য সবার সুবিধার্থে একসঙ্গে একাধিক পোস্টের একটি তালিকা তৈরি করে দিয়ে দেওয়া হলো, যার আবেদন এই মুহূর্তে চলছে। তোমরা যারা বেকার চাকরিপ্রার্থী বিভিন্ন চাকরি খুঁজছো, তাদের সুবিধার্থেই এই প্রতিবেদনে একাধিক চাকরির খবর দিয়ে দেওয়া হল।
বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে?
১. রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী নিয়োগ।
- পদের নাম- কর্মবন্ধু, কুক, হেল্পার, দারোয়ান।
- বয়স- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
- আবেদনের শেষ তারিখ- ৪ অক্টোবর, ২০২৪।
- আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে। নীচের লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।
- More Details: Click Here
২. রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় নতুন করে আশা কর্মী নিয়োগ।
- পদের নাম- আশা কর্মী।
- মোট শূন্যপদ- ১০০ টি।
- বয়স- ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
- আবেদনের শেষ তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৪।
- আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে। সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় জমা দিতে হবে।
- More Details: Click Here
৩. পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ।
- পদের নাম- সাব ইন্সপেক্টর।
- মোট শূন্যপদ- ৪৯৪ টি।
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক পাশ।
- এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর সংক্রান্ত বিস্তারিত আপডেট পেতে অব অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং WhatsApp এ যুক্ত হয়ে যান।
৪. ভারতীয় রেলের NTPC পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ।
- পদের নাম- গ্যাজুয়েট লেভেলের পোস্টগুলি হল গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমর্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টগুলি হল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক।
- মোট শূন্যপদ- ১১৫৫৮ টি।
- বয়স- ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েট ডিগ্রি, কম্পিউটার ডিগ্রি।
- আবেদনের শেষ তারিখ- ১৩ অক্টোবর, ২০২৪, ২০অক্টোবর, ২০২৪।
- আবেদন পদ্ধতি- www.rrbapply.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
- More Details: Click Here
৫ . ECGC PO পদে কর্মী নিয়োগ।
- পদের নাম- প্রবেশনারি অফিসার।
- মোট শূন্যপদ- ৪০ টি।
- বয়স- ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েট ডিগ্রি।
- আবেদনের শেষ তারিখ- ১৩/১০/২০২৪।
- আবেদন পদ্ধতি- bpsonline.ibps.in/ecgcjul24 ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
- More Details: Click Here
৬ . SIDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, বেতন শুরু ৫৫,২০০ টাকা থেকে।
- পদের নাম- Manager in Grade ‘B’।
- মোট শূন্যপদ- ৩৫ টি।
- বয়স- সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েট ডিগ্রি।
- আবেদনের শেষ তারিখ- ৩০/৯/২০২৪।
- আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে ইমেইল পাঠিয়ে এবং অপরটি অফলাইনের মাধ্যমে কাগজপত্র পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিয়ে।
- More Details: Click Here
৭ . ইন্দো তিব্বত বর্ডারে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস।
- পদের নাম- কনস্টেবল ড্রাইভার।
- মোট শূন্যপদ- ৫৪৫টি।
- বয়স- ২১ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক।
- আবেদনের শেষ তারিখ- ৬/১১/২০২৪।
- আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- More Details: Click Here
৮ . SSC GD Constable Recruitment 2024 : শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
- পদের নাম- GD Constable।
- মোট শূন্যপদ- ৩৯,৪৮১ টি।
- বয়স- ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক।
- আবেদনের শেষ তারিখ- ১৪ অক্টোবর, ২০২৪।
- আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- More Details: Click Here
৯ . CISF কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ১১৩০ টি।
- পদের নাম- কনস্টেবল ফায়ারম্যান।
- মোট শূন্যপদ- ১১৩০ টি।
- বয়স- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক।
- আবেদনের শেষ তারিখ- ৩০/৯/২০২৪।
- আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- More Details: Click Here
১০ . কলকাতার জাদুঘরে লাইব্রেরিয়ান পদে নিয়োগ।
- পদের নাম- এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, হিন্দি ট্রান্সলেটর, মডেলার, এবং গাইড লেকচারার।
- মোট শূন্যপদ- ৪ টি।
- বয়স- সর্বোচ্চ বয়স ২৮ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েট ডিগ্রি।
- আবেদনের শেষ তারিখ- ১৪/১০/২০২৪, বিকেল ৫ টা পর্যন্ত।
- আবেদন পদ্ধতি- আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে।
- More Details: Click Here
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।